শিরোনাম
◈ প্রত্যেক বাংলাদেশিকে ঝাড়খণ্ড থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে : জেপি নাড্ডা ◈ আ. লীগের কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা ◈ ব্রাইটনে ধরাশায়ী ম্যানচেস্টার সিটিতে হতাশার সুর ◈ জয়ের নায়ক হয়েও নিজের ব্যাটিং নিয়ে খুশি নন অধিনায়ক শান্ত ◈ মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায় ◈ রাতে ইংলিশ লিগে মুখোমুখি আর্সেনাল ও চেলসি, মাঠে নামবে বার্সেলোনাও ◈ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো  শ্রীলঙ্কা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার : আইন উপদেষ্টা ◈ ঢাবি ছাত্রদলের তিন দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার ঘোষণা

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৯:২৪ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিআরইউ সদস্যদের গ্রুপ বীমার বার্ষিক প্রিমিয়ামের চেক হস্তান্তর

মনিরুল ইসলাম: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের গ্রুপ বীমার ৩য় বছরের (০৬/১২/২০২২ হতে ০৫/১২/২০২৩) নবায়ন প্রিমিয়ামের ১৫,৮৯,১৫০ টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার বিএসইসি কার্যালয়ে ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের কাছে এই চেক হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এ সময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি দীপু সারোয়ার, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি (সেঁজুতি) ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি উপস্থিত ছিলেন

বিএসইসি’রর পক্ষে উপস্থিত ছিলেন কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান, ড. মো. আব্দুল হালিম, ড. রোমানা ইসলাম ও পরিচালক (অর্থ) মো. মাহবুবুল আলম।

বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম চেক হস্তান্তর অনুষ্ঠানে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ তারা যেন সুস্থ্য থেকে পেশাগত দায়িত্ব পালন করতে পারে- সেই দায়িত্ববোধ থেকেই আমাদের এই প্রয়াস। 

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বিএসইসি’র এই সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে ডিআরইউ এবং বিএসইসি আরও বৃহত্তর পরিসরে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তারা।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়