শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২২, ০৫:০১ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২২, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ সাংবাদিক সংগঠনের ঐকমত্য, ২২ অক্টোবর সমাবেশের ডাক 

ঢাকা সাংবাদিক ইউনিয়ন

প্রেস বিজ্ঞপ্তি: যখন তখন চাকরিচ্যুতি, ন্যায্য পাওনা পরিশোধ না করা, সাংবাদিকদের ওপর হামলা-মামলা, ওয়েজবোর্ডের অসঙ্গতিসহ সাংবাদিক সমাজের নানা সংকটের প্রতিবাদে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) সমমনা ৭ সংগঠন যৌথ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে আগামী ২২ অক্টোবর সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

শনিবার (৮ অক্টোবর) ডিইউজের আহ্বানে সাড়া দিয়ে সংগঠনগুলো যৌথ আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী।

ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজা, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজী, সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি তপন বিশ্বাস, টেলিভিশন ক্যামেরা-জার্নালিস্ট এসোসিয়েশনের (টিসিএ) সভাপতি শেখ মাহাবুব আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জীবন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোশিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এম, এ, নাসিম সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জীবন আমীর, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি এম, এ কুদ্দুস, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য দুলাল খান, রেহানা পারভীন, সফিকুল করিম সাবু।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজ আজ নানা সংকটে নিমজ্জিত। অধিকাংশ গণমাধ্যমে ওয়েজবোর্ড বাস্তবায়ন হচ্ছে না। চাকরিচ্যুতির ঘটনা ঘটছে অহরহ। বন্ধ হচ্ছে না সাংবাদিকদের ওপর হামলা-মামলা। সম্প্রতি পেশাদার সাংবাদিকদের অ্যাক্রিডেশন কার্ড কমিয়ে দেওয়ার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করার পরও কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি। এ অবস্থায় সাংবাদিক সমাজ নিরব থাকতে পারে না। এ পরিস্থিতিতে সাংবাদিক সমাজের আন্দোলন ভিন্ন আর কোনো বিকল্প নেই।

সভা থেকে আহুত কর্মসূচিতে সাংবাদিকদের দলে দলে যোগদানের জন্য আহ্বান জানানো হয়।

ডিইউজে/পিআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়