শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫৪ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক শরীফুল ইসলামের পিতার মৃত্যু

আলহাজ্ব মো: নাজির আহমেদ

ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সহ-সভাপতি ও কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) এর সভাপতি দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার মো: শরীফুল ইসলামের বাবা আলহাজ্ব মো: নাজির আহমেদ আজ সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ আদায় শেষে বাড়িতে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় নাজির আহমেদকে একটি সিএনজি ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। পরে তাকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা আনার পথে দাউদকান্দি ব্রিজের কাছে এলে সকাল সোয়া ৭টায় তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

কুমিল্লার তিতাস থানাধীন গিয়ারকান্দি গ্রামে স্থানীয় জামে মসজিদে আজ বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মো. শরিফুল ইসলামের পিতার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব ও কুমিল্লা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেনসহ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। আজ পৃথক শোক বার্তায় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়