শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ◈ জাবিতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা: মারধরের ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী  ◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২২, ০১:১১ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২২, ০১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ সাংবাদিককে ৫০ হাজার টাকার করে ফেলোশিপ দেবে জেএএনও

ফেলোশিপ দেবে জেএএনও

ডেস্ক রিপোর্ট: বাংলা সংবাদপত্র, ইংরেজি সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টাল থেকে একজন করে মোট চারজন সাংবাদিককে ‘মিডিয়া ফেলোশিপ’ দেবে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জেএএনও)। 

আবেদনের শেষ সময় আগামী ৩০ জুলাই। আগ্রহী প্রার্থীকে ন্যূনতম স্নাতকোত্তর পাস হতে হবে। জাতীয় দৈনিক, টেলিভিশন বা অনলাইন পোর্টালে দুই বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন নারী ও তরুণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

গত বছর ফেলোশিপ পেয়েছেন এমন কেউ এই মিডিয়া ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীকে এক কপি রঙিন ছবিসহ সিভি, অ্যাকাডেমিক সার্টিফিকেটের সত্যায়িত কপি, এনআইডি কপি, ভিজিটিং কার্ড বা আইডি কার্ডের ছবি, কর্মরত প্রতিষ্ঠানের এনওসি সার্টিফিকেট জমা দিতে হবে। আবেদনকারীকে ‘দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনায় কৈশোরকালীন পুষ্টির গুরুত্ব’ বিষয়ে ৫০০ শব্দের একটি নিবন্ধ জমা দিতে হবে। 

জুরি বোর্ড আবেদনকারীদের মধ্য থেকে চারজনকে নির্বাচিত করবেন। নির্বাচিত চারজনকে প্রশিক্ষণের মাধ্যমে প্রজেক্ট সম্পর্কে ধারণা দেওয়া হবে। প্রশিক্ষণের পর মাঠ পর্যায় থেকে নির্দিষ্ট স্টোরি তুলে আনতে হবে এবং স্ব স্ব নিউজ মিডিয়ায় প্রকাশ করতে হবে। আগামী ২৫ সেপ্টেম্বর পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারমূল্য ৫০ হাজার টাকা।

আবেদনের জন্য যোগাযোগ: বাড়ি ১৬, রোড ১৩, ব্লক জি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২। ই-মেইল: janofellowship@gmail. com

উল্লেখ্য, জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম পুষ্টি ব্যবস্থাপনা নিয়ে কাজ করে থাকে। এই প্রজেক্টের লক্ষ্য পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি সমস্যা নিরসন। গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের এবং কিশোরীদের জাতীয় চাহিদা পূরণেও কাজ করে তারা। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়