শিরোনাম
◈ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, খুনিদের বিচার করবোই: অ্যাটর্নি জেনারেল (ভিডিও) ◈ পারস্পারিক শুল্ক নীতি ট্রাম্পের, ভারত-বাংলাদেশসহ আরও যেসব দেশ ক্ষতির মুখে পড়বে ◈ সাতক্ষীরায় ভাঙনকবলিত গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী ◈ জুলাই আগস্টের গণহত্যা: শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের হাতে ◈ চলন্ত ট্রেনের ছাদে টিকটক, পড়ে গিয়ে দুজনের মৃত্যু (ভিডিও) ◈ সরাসরি বাংলাদেশ ভাঙার উসকানি, হিন্দুদের জন্য আলাদা ভূখণ্ড দাবি: ভারতীয় গণমাধ্যমের কলাম ◈ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজরদারির নির্দেশ ◈ বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ও নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে ◈ আগে নির্বাচন, পরে সংস্কার- এমন কথা বিএনপি কখনোই বলেনি: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০২:৫৫ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ছুটি ঘুমিয়ে নষ্ট না করে স্বর্ণময় করে তুলুন: শায়খ আহমাদুল্লাহ

ঈদের ছুটিকে আড্ডায় কিংবা ঘুমিয়ে নষ্ট না করে একে স্বর্ণময় করে তোলার পরামর্শ দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, আবার বর্তমান তরুণ প্রজন্ম বড়দের একান্ত সান্নিধ্য থেকে বঞ্চিত। ঈদের ছুটিতে গ্রামে বসবাসকারী দাদা-চাচার সান্নিধ্যে রাখুন আপনার সন্তানকে।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) ঈদের পরের দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এসব পরামর্শ দেন তিনি।

পোস্টে আহমাদুল্লাহ বলেন, ঈদের ছুটিকে আড্ডায় কিংবা ঘুমিয়ে নষ্ট না করে একে স্বর্ণময় করে তুলুন। আপনার সন্তানকে গ্রামের নতুন পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দিন।

বিশেষ করে গ্রামের দরিদ্র কৃষক, কঠোর সাধনায় কঠিন মাটির বুক থেকে যারা সোনার ফসল বের করে আনেন, আপনার সন্তানের তাদের সাথে পরিচয় হওয়া উচিত। 
এই পৃথিবী শুধু ধনীদের জায়গা নয়, মুদ্রার অপর পিঠের মতো এখানে অসংখ্য অভাবী, দারিদ্র্যপীড়িত খেটে খাওয়া মানুষ বসবাস করে, এটাও স্বচক্ষে প্রত্যক্ষ করা এবং তাদের সুখ-দুঃখের কথা শোনা উচিত আপনার সন্তানের।

আবার বর্তমান তরুণ প্রজন্ম বড়দের একান্ত সান্নিধ্য থেকে বঞ্চিত। ঈদের ছুটিতে গ্রামে বসবাসকারী দাদা-চাচার সান্নিধ্যে রাখুন আপনার সন্তানকে। বড়দের জীবনে অভিজ্ঞতার যে সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেটা আপনার সন্তানের জীবনে জানাশোনার নতুন  এক দিগন্ত উন্মোচিত করবে।

শেষ তিনি বলেন, এর ফলে একদিকে যেমন আপনার সন্তান প্রকৃত শিক্ষিত মানুষ হয়ে বেড়ে উঠবে, অপর দিকে গ্রামের বর্ণিল পরিবেশ আপনার সন্তানকে মানবিক, সংবেদনশীল, দরদী মানুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে।

হিংসার কাঁটা বিছানো পৃথিবীতে ভালোবাসার ফুল ফুটানোর জন্য এ ধরনের মানবিক, দরদী মানুষের অনেক বেশি প্রয়োজন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়