গাজীপুরে পলাতক আওয়ামী লীগ নেতা আ. ক. ম. মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত শিক্ষার্থী আহত আবুল কাশেমের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়েছেন।
প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই।’
এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হাসনাত বলেন, ‘ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’
আপনার মতামত লিখুন :