শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২২, ০৯:০৭ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২২, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিন পেলেন দীপ্ত টিভির এমডি

কাজী জাহেদুল হাসান

মিনহাজুল আবেদীন: ছয় বছর আগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের এক মামলায় জামিন পেয়েছেন কাজী ফার্মস গ্রুপ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসান। তবে এই মামলায় একই দিন সকালে তাকেসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন চট্টগ্রামের এক আদালত।

সোমবার (১৮ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালত এ আদেশ দেন। তবে জাহেদুল হাসানের সঙ্গে কারাগারে পাঠানো অপর তিন আসামির জামিন আবেদন বিষয়ে শুনানি হবে মঙ্গলবার।

এর আগে সকাল ১১টার দিকে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন দীপ্ত টিভির এমডি কাজী জাহেদুল হাসান, কাজী গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ ও আনিসুর রহমান। শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কিন্তু কিছুক্ষণ পর স্পেশাল পিটিশনের ওপর শুনানি করে কাজী জাহেদুল হাসানকে জামিন দেয়া হয়।

সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, সকালে চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। বিকেলে আসামিপক্ষ স্পেশাল পিটিশন দাখিল করে শুনানি করেন। শুনানি শেষে অসুস্থতা ও বয়স বিবেচনায় কাজী জাহেদুল হাসানকে ১০ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছেন আদালত।

পিপি জানান, চার আসামি উচ্চ আদালতে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু উচ্চ আদালত তাদের ছয় সপ্তাহের মধ্যে সাইবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী তারা সোমবার আত্মসমর্পন করে জামিন আবেদন করলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠান আদালত। কিন্তু বিকেলে স্পেশাল পিটিশনের ওপর শুনানি শেষে আদালত কাজী জাহেদুল হাসানের জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্র জানিয়েছে, ২০১৬ সালের ১৬ ও ২২ মার্চ দীপ্ত টিভিতে তৎকালীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবর রহমানকে নিয়ে একটি সংবাদ প্রচারিত হয়। ওই সংবাদে তাদের সম্মানহানি হওয়ার অভিযোগ তুলে একই বছরের ৫ এপ্রিল তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় একটি মামলা হয়। নুরুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম মামলাটি দায়ের করেন।

মামলায় দীপ্ত টিভির এমডি কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ ও চট্টগ্রাম অফিসের প্রতিবেদক রুনা আনসারীসহ সাত জনকে আসামি করা হয়। এ মামলাতেই সোমবার আদালতে আত্মসমর্পন করেন কাজী জাহিদ হাসানসহ চারজন। সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়