শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজাব বিতর্কে মুখ খুললেন চ্যানেল আইয়ের সেই উপস্থাপিকা

নিকাব পরে টকশোতে অংশ নেবে জানানো পর চ্যানেল আইয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েও বাদ দেওয়ার অভিযোগ তুলেছিলেন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি। তার অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট কাজে জড়িত এক কর্মীকে অব্যাহতি দিয়েছে বেসরকারি চ্যানেলটির কর্তৃপক্ষ। রবিবার (১৯ জানুয়ারি) প্রতিষ্ঠানটির সহকারী প্রযোজক আতোয়ার শিকদার নামের একজন কর্মীকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। 

এ ঘটনায় বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

অনেকেই বলছেন, বিবিসি, ডয়েচে ভেলে, সিএনএনে মুসলমান মেয়েরা হিজাব-নেকাব পরে অহরহ সাক্ষাৎকার দিচ্ছে, টক-শো করছে কোনো সমস্যা নেয় । কিন্তু নেকাব নিয়ে চ্যানেল আইয়ের কী সমস্যা। এবার এ ঘটনায় মুখ খুললেন চ্যানেল আইয়ের সে শো-এর উপস্থাপিকা নুসরাত জাহান জেরি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে উপস্থাপিকা বলেন, ‘জ্বি, চ্যানেল আইয়ে যেই শো এর অতিথি নিয়ে এতকিছু, সেই শো এর উপস্থাপিকা আমি।

প্রথম থেকেই যারা আমাদের শো দেখেন, আপনারা দেখেছেন যে হিজাব, শাড়ি, জিন্স, কুর্তি, টুপি, পাঞ্জাবি সব ধরনের পোশাক পরা মানুষ'ই আমাদের অতিথি ছিলেন।’

তিনি লিখেছেন, ‘যারা আমায় চেনেন তারা নিশ্চয়ই জানেন যে আমি মানুষের, তাদের পছন্দের স্বাধীনতায় বিশ্বাসী মানুষ। আমার শো তে নিকাব নিষিদ্ধ থাকবে? এমন কিছু নিয়ম থাকলে সবার আগে আমিই এর বিরুদ্ধে দাঁড়াতাম। আমাদের শো প্রোডিউসার গালিব ভাই নিজেই এমন কিছু হতে দিতো নাহ।

চ্যানেল আই কর্তৃপক্ষ ‘নো হিজাব/নো নিকাব’ রুলস দেয়নি দাবি করে উপস্থাপিকা বলেন, ‘চ্যানেল আই কর্তৃপক্ষ আমায় কোনোদিন ‘নো হিজাব/নো নিকাব’ রুলস দেয়নি, আমার জানা মতে কাউকেই দেয়নি। পুরো ব্যাপারটায় এমন মিসকমিউনিকেশন হয়েছে যে এখনো কি বলবো ভাবছি! আদৌ বলবো কিনা তাও ভাবছি।’

এদিকে, ফেসবুক পেজে দেওয়া পোস্টে চ্যানেলটির পক্ষ থেকে বলা হয়, ‘নিকাব, হিজাব পরে চ্যানেল আই-এ নারীদের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ও তার প্রতিক্রিয়া আমাদের নজরে এসেছে। হিজাব পরে অনেকেই বিভিন্ন সময়ে চ্যানেল আইয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। নেকাব পরে অনুষ্ঠানে অংশগ্রহণও একটি স্বাভাবিক ব্যাপার।

নারীর সম্মান ও ধর্মীয় মূল্যবোধের প্রতি চ্যানেল আই সব সময় সম্মান প্রদর্শন করে। আলোচ্য ঘটনায় সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়