শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ডিআরইউ সদস্য ও সদস্য সন্তানদের চাইনিজ মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫ শুরু

মনিরুল ইসলাম  : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে ও বাংলাদেশ উশু ফেডারেশনের সহযোগিতায় শুরু হয়েছে ডিআরইউ সদস্য ও সদস্য সন্তানদের চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫।

আজ শুক্রবার  সকালে ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশে মার্শাল আর্টের জনক, প্রথম জাতীয় প্রশিক্ষক, গ্র্যান্ডমাস্টার, প্রযোজক, পরিচালক ও অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম। 

ডিআরইউ’র এই আয়োজনে সম্পৃক্ত করায় কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান ওস্তাদ জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের কর্মব্যস্ততার মাঝেও এ ধরণের আয়োজন করায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে ডিআরইউ’র এমন আয়োজন অব্যাহত  রাখার আহবান জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন। 

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন মার্শাল আর্ট (উশু) প্রশিক্ষণ আয়োজন করায় ডিআরইউকে ধন্যবাদ জানান। এই কার্যক্রম পরিচালনা করার জন্য ফেডারেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বাংলাদেশে মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমকে মার্শাল আর্ট জাতীয় পুরস্কার প্রদানের দাবি জানান। 

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সদস্য ও সদস্য সন্তানদের জন্য বছরব্যাপী  ক্রীড়া উৎসব নিয়মিত  কার্যক্রমের অংশ। এ ধারাবাহিকতায় এই মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।পাশাপাশি এ বছর ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টেসহ অন্যান্য সকল ক্রীড়া ইভেন্ট সফলভাবে সম্পন্ন করা হবে। এক্ষেত্রে সদস্য এবং সদস্য সন্তানদের প্রতিটি ইভেন্ট অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, কল্যাণ সম্পাদক রফিক মৃধা ও কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী। এছাড়া ক্রীড়া উপ-কমিটির সদস্য কাজী শহীদুল আলম, মো: লুৎফর রহমান সিকাদার, সালাম ফারুক ও রুমেল খান উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণে ২৭ জন সদস্য ও ৪৫ জন সদস্য সন্তান অংশ নেন। প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ডিআরইউ চত্বরে তিন মাসব্যাপী এই মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম চলবে । 

প্রশিক্ষক হিসেবে আছেন বাংলাদেশ উশু ফেডারেশনের প্রধান উশু প্রশিক্ষক ও ব্ল্যাক বেল্ট ৪ ডুয়ান মোজাম্মেল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়