শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০১:৫০ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়ূখ রঞ্জনকে ব্যঙ্গ করে বললেন গণ অধিকারের তারেক রহমান

‘আমরা এসব মিথ্যা খবর ও আপনাকে কমেডি মনে করি’ (ভিডিও)

ময়ূখ রঞ্জনকে ব্যঙ্গ করে বললেন গণ অধিকারের তারেক রহমান

সম্প্রতি ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার আলোচিত-সমালোচিত সাংবাদিক সংবাদকর্মী ময়ূখ রঞ্জন ঘোষের একটি প্রশ্নের জবাবে বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব মো: তারেক রহমান ব্যঙ্গ করে বলেন, "আপনার ভয়েই এখন আমি কাপছি।"

এদিকে, তারেক রহমান ভারতের গণমাধ্যমে যে প্রচারণা চলছে তা নিয়ে নিজের মতামত প্রকাশ করে জানান, "এটা আমাদের জাতীয় সত্তার ও দেশের জন্য বির্বতকর। আমরা এসব মিথ্যা খবর ও সংবাদ এবং আপনাকে কমেডি মনে করি।"

ভারতীয় সংবাদকর্মী ময়ূখ ঘোষ প্রশ্ন করেছিলেন, "আপনারা আরাকান আর্মীদের সাথে যুদ্ধ করছেন না কেন, আমরা তো শুনছি তারা বাংলাদেশে ঢুকে পড়েছে?" এ প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, "আরাকান আর্মীদের আমরা আমাদের শত্রু মনে করছি না। তারা বাংলাদেশে ঢুকেনি, বরং ভারতীয় গণমাধ্যমে ঢুকে গিয়েছে, আর সেজন্য তারা এমন অপপ্রচার চালাচ্ছে।"

তারেক রহমান আরো বলেন, "ভারতীয় আর্মীরা সীমান্তে রয়েছে, সৈন্য প্রস্তুত, মিসাইল প্রস্তুত, কিন্তু কোথায় তারা আসলে? এখন কথা হচ্ছে, পাশের দেশে বোমা ফাটালে বাংলাদেশে তার শব্দ আসবে, কিন্তু এটা মানে তো নয় যে বাংলাদেশে বোমা ফাটছে।" 

তিনি সতর্ক করে বলেন, "যদি আমাদের দেশের ভেতরে প্রবেশ করা হয় বা আঘাত হানে, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো। আমাদের দেশের ব্যাপারে এই ধরনের মিথ্যা প্রচার আমরা একেবারেই সহ্য করবো না।"

শেষে ময়ূখ ঘোষ তারেক রহমানকে প্রশ্ন করেন, "ভয়ে আবার আপনি কাপছেন না তো?" তারেক রহমান এ প্রশ্নের জবাবে হেসে বলেন, "আপনার ভয়েই এখন আমি কাপছি।" সূত্র : জনকন্ঠ এবং আর বাংলা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়