শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৬:৫০ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর মুখ থেকে ফিরে আসা উপস্থাপক ময়ূখ রঞ্জনের ছবি নিয়ে তোলপাড়

কলকাতার টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা’র সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের আহত অবস্থার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রতিক সময়ের বলে দাবি করা হচ্ছে। তবে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার জানায়, ছবিগুলো ৪ বছর আগের।

রোববার (২২ ডিসেম্বর) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায়, কলকাতার টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা’র সংবাদ উপস্থাপক ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের আহত অবস্থার ভাইরাল ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয় বরং, প্রায় ৪ বছর পূর্বের। প্রকৃতপক্ষে, ২০২১ সালের জানুয়ারিতে তার আহত হওয়ার কিছু ছবি চলতি বছরের জানুয়ারি মাসে তিনি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন; যা বর্তমানে সাম্প্রতিক সময়ের ছবি দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ময়ূখ রঞ্জন ঘোষের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে চলতি বছরের ২২ জানুয়ারি আলোচিত ছবিগুলো নিয়ে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে ময়ূখ রঞ্জন ঘোষ জানান, তার আহত হওয়ার এই ছবিগুলো ৩ বছর পূর্বের। অর্থাৎ, বর্তমান সময়ের হিসেবে যা প্রায় ৪ বছর আগের।

ক্যাপশনে তিনি লেখেন, “মৃত্যুর মুখ থেকে ফিরে আসার তিন বছর হলো। দ্বিতীয় জীবন আজকের দিনেই ফিরে পাওয়ার তিন বছর হলো। দুর্ধর্ষ দুশমনের সঙ্গে লড়াই করে কোমা থেকে ফিরে আসার, অপারসন থিয়েটারে ডাক্তারদের হাতে প্রাণ প্রতিষ্ঠার তিন বছর হলো। কাকতালীয় ভাবে আজকের দিনেই। জীবন যতটুকু দিচ্ছে, জীবন থেকে যা পাচ্ছি কাফি হে! জিন্দা হু ইয়ার কাফি হে!”

ময়ূখ রঞ্জন আরও লেখেন, “এই ছবিটা দেখে নিজেকে নিজে বলি, হ্যাঁ ঘুরে দাঁড়ানো যায়। জেদ থাকলে হাত দিয়ে পাহাড়ও ভাঙা যায়। হতোদ্যম না হয়ে ফাইট কোনি ফাইট!!!” উৎস: চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়