শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৭ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় বাংলাদেশও

সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশগুলোর তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশও। চলতি বছরে দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বাংলাদেশে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। প্রাণঘাতী হামলার পাশাপাশি সাংবাদিকদের নানাভাবে হয়রানি, শারীরিক আঘাত এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। সাংবাদিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের অভাব দেশটিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

এতে বাংলাদেশে সাংবাদিকদের বর্তমান অবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার সংরক্ষণে আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর জোরালো ভূমিকা ও মনোযোগ দাবি করা হয়েছে।

আরএসএফের প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর বিশ্বজুড়ে ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে ফিলিস্তিন, পাকিস্তান, মেক্সিকো এবং বাংলাদেশের সাংবাদিকদের পরিস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে।

তালিকায় বাংলাদেশের পাশাপাশি শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। চলতি বছর ইসরায়েলি বাহিনীর হাতে ১৮ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাঁদের মধ্যে ১৬ জন গাঁজায় এবং ২ জন লেবাননে। আরএসএফ এটিকে ‘নজিরবিহীন রক্তস্নান’ বলে অভিহিত করেছে।

আরএসএফের প্রতিবেদনে সাংবাদিকদের জন্য বিপজ্জনক হিসেবে যে দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে পাকিস্তানও রয়েছে। যেখানে সাতজন সাংবাদিক নিহত। এ সময়ে ৫৫ জন সাংবাদিক জিম্মি হয়েছেন আর ৯৫ জন নিখোঁজ হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়