শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৭ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় বাংলাদেশও

সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশগুলোর তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশও। চলতি বছরে দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বাংলাদেশে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। প্রাণঘাতী হামলার পাশাপাশি সাংবাদিকদের নানাভাবে হয়রানি, শারীরিক আঘাত এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। সাংবাদিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের অভাব দেশটিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

এতে বাংলাদেশে সাংবাদিকদের বর্তমান অবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার সংরক্ষণে আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর জোরালো ভূমিকা ও মনোযোগ দাবি করা হয়েছে।

আরএসএফের প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর বিশ্বজুড়ে ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে ফিলিস্তিন, পাকিস্তান, মেক্সিকো এবং বাংলাদেশের সাংবাদিকদের পরিস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে।

তালিকায় বাংলাদেশের পাশাপাশি শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। চলতি বছর ইসরায়েলি বাহিনীর হাতে ১৮ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাঁদের মধ্যে ১৬ জন গাঁজায় এবং ২ জন লেবাননে। আরএসএফ এটিকে ‘নজিরবিহীন রক্তস্নান’ বলে অভিহিত করেছে।

আরএসএফের প্রতিবেদনে সাংবাদিকদের জন্য বিপজ্জনক হিসেবে যে দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে পাকিস্তানও রয়েছে। যেখানে সাতজন সাংবাদিক নিহত। এ সময়ে ৫৫ জন সাংবাদিক জিম্মি হয়েছেন আর ৯৫ জন নিখোঁজ হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়