শিরোনাম
◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ০৩:৪১ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ইনফ্লুয়েন্সার তরুণীর, কী ঘটেছিল

আন্তর্জাতিক ডেস্ক :  ১০ বছরের শিশুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।নেহা বিসওয়াল নামে ওই নারীর অভিযোগ, গত মঙ্গলবার কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই শিশু সাইকেলে করে এসে তার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে।ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নেহা বিসওয়াল নিজেই এক ভিডিওতে সেদিনে ঘটনা বর্ণনা করেছেন। জানিয়েছেন সিসিটিভি ফুটেজে সেই ভিডিও ধারণ হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।

সেই এলাকায় ভাড়া থাকেন নেহা। তিনি জানিয়েছেন, এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি বলেন, ‘এর আগে কখনোই আমার সাথে এমন হয়নি। আমার খুবই খারাপ লাগছে। আমি সেদিন হাঁটতে হাঁটতে ভিডিও তৈরি করছিলাম। আমার পাশ দিয়ে সাইকেল চালিয়ে সামনে চলে যায় একটি ছেলে। আমাকে দেখে ইউটার্ন নেয়। এরপর আমার দিকে এগিয়ে আসতে থাকে। প্রথমে সে আমাকে ব্যঙ্গ করে এবং এরপর আমার গায়ে হাত দেয়।

নেহা জানান, কাজটি করে ছেলেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু স্থানীয়রা তাকে ধরে ফেলে। অনেকে পথচারী তার পক্ষ থেকে ছেড়ে দেওয়ারও কথা বলে। তারা বলছিলেন, বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে। ইচ্ছা করে হয়তো করেনি। 

তিনি বলেন, ‘এরপর আমি আমার ভিডিওটি চালাই এবং সবাই দেখে যে ছেলেটা ইচ্ছা করেই কাজটি করেছে। এরপরর আমি তাকে সেখানেই আঘাত করি। অনেকে আমার পক্ষ নিয়ে তাকে মারধর করে। কিন্তু সত্যি বলতে আমি নিরাপদ বোধ করছি না। ’

এরপর আরেকটি ভিডিওতে নেহা জানান, তিনি কোনো অভিযোগ করেনি। তবে পুলিশ স্বপ্রণোদিত হয়ে বিষয়টি তদন্ত শুরু করে এবং সিসিটিভি বিশ্লেষণ করে। তিনি বলেন, ‘আমি কোনো আইনি পদক্ষেপ নিতে চাইনি। কারণ ও একদমই বাচ্চা ছেলে। আমি চাই না ওর ভবিষ্যত নষ্ট হোক। তবে আমি চাই তাকে ধরা হোক এবং সতর্ক করে দেওয়া হোক।  

নেহা বলেন, বেঙ্গালুরু পুলিশ তাকে অনেক সহযোগিতা করেছে। তবে তারপরও শঙ্কা কাটছে না তার। বেঙ্গালুরুর পুলিশ কর্মকর্তা সারাহ ফাতিমা বলেন, সেই শিশুকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।

সুত্র : দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়