শিরোনাম
◈ বদলে যাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম ◈ প্রবাসী প্রেমিকের সঙ্গে ভিডিও কলে একসঙ্গে নববধূর ‘আত্মহত্যা’, চিরকুটে জানিয়ে গেছে শেষ ইচ্ছে ◈ এক মাসে পাঁচ জাহাজে আগুন, নাশকতা বলছেন কেউ কেউ ◈ ফের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিল ইরান ◈ জানা গেল ২০২৫ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময় ◈ ইউএস-বাংলার উড়োজাহাজে মিললো প্রায় ৭ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার জব্দ ◈ ২৩ হাজার ৪০০ কোটি টাকা রেমিট্যান্স এলো ২৬ দিনে ◈ একদিনে ৫ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, কোন বিশ্ববিদ্যালয়ে কে হলেন উপাচার্য ◈ রাজধানীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার ◈ সাংবাদিকদের হয়রানিমূলক মামলার যেসব তথ্য চেয়েছে সরকার

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৪, ০৯:৩৬ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৪, ১২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের হয়রানিমূলক মামলার যেসব তথ্য চেয়েছে সরকার

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য পাঠাতে অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

রোববার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ উল আলম। এতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলো হলো :

১. গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে এ বছরের ১ জুলাই পরবর্তী বিভিন্ন হয়রানিমূলক মামলার তথ্য নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রমাণসহ পাঠাতে হবে।

২. প্রতিকার প্রত্যাশী সাংবাদিকরা ব্যক্তিগতভঅবে কিংবা সংশ্লিষ্ট গণমাধ্যমের সম্পাদকের সুপারিশসহ press1@moi.gov.bd ইমেইলে তাদের আবেদন পিডিএফ আকারে পাঠাতে হবে।

৩. সাংবাদিকতার প্রত্যয়ন, প্রমাণ বা গ্রহণযোগ্য প্রমাণপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। সাংবাদিক বলতে প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর সেকশন ২(জি) এ বর্ণিত সংবাদকর্মীদের বোঝাবে। অডিও ভিজুয়াল এবং ডিজিটাল, অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধিতে (যদি থাকে) বর্ণিত সংজ্ঞা প্রযোজ্য হবে বা পূর্বোক্ত আইনের সংজ্ঞা প্রযোজ্য হবে।

তথ্য বিবরণীতে সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায় রয়েছে, এমন কোনও মামলার তথ্য পাঠানো যাবে না বলে সতর্ক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়