শিরোনাম
◈ খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন : ডা. জাহিদ হোসেন ◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:২৫ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার দফা দাবিতে রাবি সাংবাদিকতা বিভাগে তালা দিলেন শিক্ষার্থীরা

সেশনজট নিরসনসহ চার দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বিভাগে তালা দিয়ে সভাপতির কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিভাগের সভাপতি কক্ষ ও অফিসকক্ষে তালা দিয়ে এ কর্মসূচি পালন করছেন তারা।

এদিকে অবস্থান কর্মসূচি পালন করার সময় সকাল পৌনে ১১টায় বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন, অধ্যাপক আ-আল মামুন, অধ্যাপক মশিহুর রহমান, সহযোগী অধ্যাপক সাতিল সিরাজসহ বিভাগের ৯ জন শিক্ষক এসে শিক্ষার্থীদের দাবিগুলো শোনেন এবং এ বিষয়ে কথা বলেন। সকাল ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছিল।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, বেশ কয়েকবছর ধরে বিভাগে নানা অনিয়ম চলছে। ছয় মাসের সেমিস্টার শেষ করতে সময় লাগছে এক বছর। এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা থাকলেও আট-দশ মাস পর ফলাফল করা হয়। ইনকোর্স পরীক্ষা যথাসময়ে নেওয়া হয় না। চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভাগের সকল কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘আটক শুধু আমরাই, অন্য বিভাগের পরীক্ষা তো বন্ধ নাই’, ‘এক বছরে এক সেমিস্টার, ধিক্কার ধিক্কার’, ‘রেজাল্ট কেন দশ মাসে, রেজাল্ট চাই একমাসে’, ‘শিক্ষকদের স্বৈরাচার, চলবে না চলবে না’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দেও, শিক্ষকদের স্বৈরাচার’, ‘গুটি চালানো বাদ দেন, আমাদের মুক্তি দেন’, মিস্টি কথা বাদ দেন, চারদফা মেনে নেন’, ‘আর নয় বাড়াবাড়ি, পরীক্ষা চাই তাড়াতাড়ি’, ‘পরীক্ষা কেন ধীরগতি, কি করছেন সভাপতি’ প্রভৃতি স্লোগান দেন। 

শিক্ষার্থীদের চারদফা দাবি হলো-
১) ২০২০-২১ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দশ মাস পর শুরু হয়। তবে মাত্র দুটি কোর্সের পরীক্ষা নেওয়া হলেও বাকি পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে না। আটকে থাকা কোর্স গুলোর রুটিন আজকের মধ্যে প্রকাশ করতে হবে। 

২) ২০২১-২২ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম  সেমিস্টারের শিক্ষার্থীদের দশ মাস ক্লাসের পরেও পরীক্ষার ফর্ম-ফিলাপের তারিখ দেওয়া হয়নি। আজকের মধ্যে ফর্ম-ফিলাপের তারিখসহ পরীক্ষার রুটিন দিতে হবে। 

৩) অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি পাওয়া অধ্যাপক মুসতাক আহমেদের তদন্তের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা এবং পাশাপাশি বিভাগ থেকে এ বিষয়ে কি ধরনের সহযোগিতা করা হয়েছে সেটি শিক্ষার্থীদের জানানো। 

৪) বিভাগে সেশনজট নিরসনে চার মাসে সেমিস্টার শেষ করা।

২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুজ্জামান ফাহাদ বলেন, ‘আমাদের চার দফা দাবি মেনে নেওয়ার জন্য বিভাগের সভাপতিকে দুইদিন সময় বেধে দিলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এজন্য আমরা বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভাগের সকল কার্যক্রম বন্ধ রাখা হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়