শিরোনাম
◈ বিসিবি ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াচ্ছে ◈ খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন : ডা. জাহিদ হোসেন ◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৪, ০৫:৩৪ বিকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় প্রেসক্লাবে পেশাদার সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার দাবিতে মানববন্ধন

মনিরুল ইসলাম  : জাতীয় প্রেসক্লাবে অপেশাদার সাংবাদিকদের সদস্যপদ বাতিল করে, পেশাদার সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে  বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ।

আজ রোববার (১১আগস্ট) দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক ডিআরইউ'র সাবেক প্রশিক্ষন ও গবেষণা সম্পাদক  মশিউর রহমান। 

সংগঠনের সমন্বয়ক ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর পরিচালনায় আরও  বক্তব্য দেন সমন্বয়ক ও ডিআরইউ এর সাবেক সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক প্রশিক্ষন ও গবেষণা সম্পাদক  মহসিন হোসেন, সাবেক ইসি সদস্য রাশেদুল হক, সাবেক অর্থ সম্পাদক মানিক মুনতাসীর, ডিইজের সাবেক অর্থ সম্পাদক গাজী আনোয়ার হোসেন, সিএমজেএফ এর সভাপতি গোলাম সামদানি প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর এই প্রেসক্লাবকে সরকারি দলের আখড়া বানিয়ে অপেশাদার সাংবাদিকদের সদস্যপদ দেওয়া হলেও পেশাদার সাংবাদিকরা ছিলেন বঞ্চিত। প্রেসক্লাবকে আওয়ামী লীগের অংগ সংগঠন বানিয়ে বিএনপি বিটের সাংবাদিকদের কালো তালিকাভুক্ত করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হতো না। 

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দালাল সাংবাদিক যারা প্রেসক্লাবের সদস্য তাদের সদস্যপদ অবিলম্বে বাতিল করার দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। তাদের সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

অবিলম্বে দাবি পূরণ না হলে শিগগিরই কঠোর কর্মসূচি দেওয়ারও হুশিয়ারী দেন তারা। মানববন্ধনে অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়