শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশকে লাখ লাখ ডলার জরিমানা দিতে হচ্ছে ◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন ◈ আওয়ামী লীগ এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে : উপদেষ্টা নাহিদ ◈ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় : বিএনপির সংস্কার প্রস্তাব ◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ০৯:৩৯ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠু তদন্তই পারবে জাতিকে ঐক্যবদ্ধ করতে: এডিটরস গিল্ড

রিয়াদ হাসান: [২.১] বর্তমান তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নয় এবং ভবিষ্যতেও তারা সমাজের যে কোনো অসংগতি ও দুর্নীতি প্রতিরোধ করবে। এডিটরস গিল্ড আয়োজিত 'নাশকতার বিরুদ্ধে বাংলাদেশ' শিরোনামে গোলটেবিল আলোচনায় এমন মত দেন বিশিষ্টজনেরা।

[২.২] সংকট সমাধানে সংলাপ, নতুন প্রজন্মের আবেগ বোঝার পাশাপাশি সকল পক্ষকে ভুল স্বীকারেরও পরামর্শ দেন তারা। একাত্তর টিভি

[৩.১] এডিটরস গিল্ডের সভাপতি ও একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু বলেন, নাশকতার বিরুদ্ধে এবং জাতিকে একত্রিত করার জন্য কিছু মানুষের মুখ থেকে এখন ডাক আসা প্রয়োজন।

[৩.২] তিনি বলেন, আমাদের তরুণ সমাজ ও প্রজন্ম; সেখানে বিচ্ছিন্নভাবে কিছু অনুপ্রবেশকারী থাকতে পারে। তবে তারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী নন। গণজাগরণ মঞ্চে একত্রিত হয়ে তারা সেটা প্রমাণ করেছে।

[৩.৩] তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, পঞ্চম শক্তি বলে ঢালাওভাবে মন্তব্য না করে প্রথমবারের মতো হলেও বাংলাদেশে একটি সুষ্ঠু তদন্তই পারবে জাতিকে ঐক্যবদ্ধ করতে, যোগ করেন মোজাম্মেল বাবু।

[৪] এবারের কোটা সংস্কারের আন্দোলন রাজনৈতিক আদর্শে গড়ে ওঠেনি, বলেই তৃতীয় শক্তি সুযোগ নিয়েছে। তবে, এই দোহাই দিয়ে বর্তমান পরিস্থিতিকে অবহেলা করার কোন সুযোগ নেই। এমনটাই মনে করছেন দেশের বিশিষ্টজনেরা।

[৫] সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, দেশের শাসক দলের সঙ্গে যে দূরত্ব বাড়ছে এটাতো অস্বীকার করার উপায় নেই। এখন রুলিং পার্টি একটা কমিশন গঠন করে সত্যিকারের চিত্রটা কী, কেন হয়েছে, সেটা সেটা বের করতে হবে।    

[৬] সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক আবু আলম মো. শহীদ খান বলেন, ব্যর্থতার দায়দায়িত্ব একটা নির্ধারণ করতে হবে। সেটা দলের মধ্যে এবং সরকারের মধ্যে। আর দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন মানুষ দেখতে পারে। যে এইসব লোকের কারণে এই ঘটেছে এবং সেগুলো আমরা নির্ধারণ করলাম।

[৭] আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, সংকট ভবিষ্যতে আরও হবে কিন্তু। আজকে আমার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা কৌশল থাকা দরকার। যেখানে জনগণের সঙ্গে সমন্বয় হবে।

[৮] বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ভাষাটা বুঝতে পারিনি আমরা। আমরা তাদের ব্যাকগুলো, বিন্যাসগুলো বুঝতে পারছি না। কী চাচ্ছে, সেটা আমরা বুঝিনি। এমনকি আসলে ক্ষোভ আছে। সামাজিক ক্ষোভটা পরবর্তী পর্যায়ে ধ্বংসাত্মক রূপ নিয়েছে।

[৯] সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজীব-উল-আলম বলেন, সরকার যদি এটুকু স্বীকার করে যে, হ্যাঁ এটুকু ভুল হয়েছে, তাহলে শুদ্ধতার রাস্তার জায়গাটা বের হয়ে আসবে। রাস্তা যখন পাবেন, তখন ওখানে বিভিন্ন অপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে।

[১০] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ছাত্র রাজনীতির পক্ষে আমরা আছি। কিন্তু ছাত্র রাজনীতি যেনো ইমপোজিং ও ডমিনেটিং না হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে।

[১১] বিশিষ্টজনদের মতে, সেনাবাহিনী মোতায়েন বা নেটওয়ার্ক বন্ধ করে দীর্ঘমেয়াদের সমাধান সম্ভব নয়। প্রয়োজন নতুন প্রজন্মের আবেগ বোঝা।

[১২] অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, সরকার জনগণের কথা শুনতে পেয়েছে, আমরা এই কথাটাই সরকারের কাছ থেকে শুনতে চাই।

[১৩] ঢাকা জার্নালের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, একটু প্রকাশ্যে বলা যে, আমাদের ভুল হয়েছে। এখন আমরা ভুল সংশোধন করে আস্থা ফিরিয়ে আনতে চাই। এখনো টিভিতে যেসব মন্ত্রী-এমপি-ব্যবসায়ী ও নেতারা কথা বলছেন, তাদের প্রতি মানুষের কোনো সহানুভূতি নেই। এদের কোনো গ্রহণযোগ্যতা নেই। এদেরকে বদলে ফেলতে হবে।

[১৪] মানবাধিকার ও উন্নয়নকর্মী খুশি কবীর বলেন, কিছু নেতা ও ব্যবসায়ীদের কাছে দল জিম্মি হয়ে, সেটাকেই যদি ধরে নেয় যে, তারা তাদের রক্ষা করবে, এটা ঠিক না। জনগণের কাছে ফিরে আসতে হবে। সম্পাদনা: এম খান

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়