শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৭:৫৩ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিটিভিতে হামলা-আগুন, সম্প্রচার বন্ধ

মুযনিবীন নাইম: [২] রাজধানীর রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গেটের ভেতরে ঢুকে ভবনে আগুন দিয়েছে কোটা আন্দোলনকারীরা। আগুন দেওয়ার পর বিটিভির পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিস খবর পেলেও রাস্তায় আন্দোলনকারীদের অবরোধের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সামনে এগোতে পারেনি।

[৩] বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টার দিকে ফের বিটিভির মূল ভবনে আগুন দেয় আন্দোলনকারীরা। এর আগে বিকেলে সোয়া ৩টার দিকে মূল গেটে আগুন লাগিয়েছিল।

[৪] বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে স্ট্যাটাসে লেখা হয়, বিটিভিতে ভয়াবহ আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভেতরে আটকা পড়েছেন অনেকে।

[৫] নাম প্রকাশ না করার শর্তে বিটিভির এক কর্মকর্তা বলেন, বিকেলে সোয়া ৩টার দিকে বিটিভির মূল গেটে আগুন দেওয়া হয়। 

[৬] এদিকে বিটিভি ভবনে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বিটিভিতে আগুন দেওয়ার খবর আমরা পেয়েছি। কিন্তু রাস্তা অবরোধের কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে যেতে পারছি না।

[৭] ঘটনাস্থল থেকে জানা যায়, বিটিভির ডিজাইন সেকশন, রিসিপশন, গ্যারেজে থাকা গাড়ি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। 

[৮] বিটিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাত সোয়া ৮টার দিকে প্রথম আলোকে বলেন, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর কর্মকর্তা–কর্মচারীরা ভবন ছেড়ে সরে পড়েন। এ কারণে সম্প্রচার বন্ধ হয়ে গেছে।

[৯] প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই উত্তেজিত কিছু আন্দোলনকারী রামপুরা পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেন। এরপর বিটিভির গেটে আগুন দেন এবং ভেতরে ঢুকে ভাঙচুর চালান তারা। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়