শিরোনাম
◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:২১ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অডিও বুক-ইবুকের চাপেও কমেনি ছাপার বইয়ের আবেদন

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বসন্তের আগমনী সুরের সঙ্গে নতুন বইয়ের গন্ধে অমর একুশে বইমেলা যেনো পরিণত হয়েছে লেখক-পাঠকের মিলনমেলায়। রোববার সন্ধ্যায় মেলা প্রাঙ্গণ ঘুরে তেমনটাই মনে হয়েছে। পড়ন্ত মাঘের এই সন্ধ্যায় বাঙালির প্রাণের মেলায় ভিড় লক্ষ্য করা গেছে প্রায় সব বয়সী মানুষের।

[৩] বিজ্ঞানের উৎকর্ষতায় এখন হাতে হাতে স্মার্টফোন, মোবাইল স্ক্রিনেই গোটা দুনিয়া সামনে চলে আসছে। ইবুক ও অডিও বুক আকারে সকল ধরনের বই সহজেই মিলে যায় এ মাধ্যমে। বলা হয় বিজ্ঞান জীবনে এনে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। কিন্তু বইমেলার ভিড়, লেখক-পাঠকের সম্মিলন যেন এর উল্টো কথা বলছে। ডিজিটাল বইয়ের চাপে ছাপা অক্ষরের আবেদন এখনো কমেনি বলেই এখনও সব বয়সীর মেলবন্ধন ঘটে, প্রাণের অমর একুশে বইমেলায়।

[৪] এদিন সরেজমিন ঘুরে দেখা যায়, স্টলে স্টলে পাঠক খুঁজে ফিরছেন প্রিয় লেখকের বই। যুগ যতই আধুনিক হোক, বইপ্রেমীদের ভিড় দিনকে দিন বাড়ছে। তেমনি একজন আফরোজা মিম। তিনি সাভার থেকে বই কিনতে এসেছেন মেলায়। আমাদের নতুন সময়ের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এখনও দেখছি, যার লেখার ভাষাটা আমার ভালো লাগবে, এরকম দু-একটা বই কেনার ইচ্ছা আছে। আজ একটা গবেষণাভিত্তিক বই কিনেছি।’

[৫] বইয়ের মান নিয়ে এবারও প্রশ্ন আছে, আছে অভিযোগ-অনুযোগ। এ জন্য ভালো বই বেছে নেয়ার আহ্বান জানিয়েছেন তরুণ লেখকরা। এ প্রসঙ্গে লেখক সালেক আল মাহমুদ বলেন, ‘আমরা যেটা ভালো লাগে না সেটা নিয়ে বেশি কথা বলি, যেটা ভালো লাগে সেটা নিয়ে কথা বলি কম। কিন্তু আমরা যদি ভালো লাগাটা নিয়ে একটু কথা বলি, তবে ভালো বিষয়টা ছড়িয়ে দেয়া সম্ভব।’

[৬] আরেক লেখক ঋষি এস্তেবান বলেন, ‘বাঙালির যা কিছু আপন এবং নিজস্ব তারমধ্যে অন্যতম এই বইমেলা। তাই এর ব্যাপ্তির পাশাপাশি গুণগত মানের দিকেও নজর দিতে হবে নিজেদের স্বকীয়তার স্বার্থেই।’ সম্পাদনা: সমর চক্রবর্তী

এসসিডি/এসসি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়