শিরোনাম
◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:১৩ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে একুশে বইমেলা শুরু, প্রথমদিনেই ভিড়

অনুজ দেব, চট্টগ্রাম: [২] এক বছরের প্রতীক্ষা শেষে চট্টগ্রামে শুরু হলো অমর একুশে বইমেলা। শুক্রবার প্রথমদিনটিতেই বইপ্রেমীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সিআরবি শিরীষতলা চত্বর। বিকেল থেকেই শুরু হয়ে সন্ধ্যার পরপর ধীরে ধীরে বাড়তে থাকে এই সংখ্যা। বাঙালির এ প্রাণের মেলায় যোগ দিতে আসেন সব বয়সী নারী-পুরুষের দল। মেলা নিয়ে সবার মধ্যেই কাজ করছিল উচ্ছ্বাস আর আনন্দ। কেউ একা, কেউ দলবল কিংবা পরিবার নিয়েও মেলা প্রাঙ্গনে এসেছেন।

[৩] এবার নগরীর সিআরবি শিরীষতলা প্রাঙ্গণে ২৩ দিনের এই বইমেলা আয়োজন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।  সন্ধ্যা ছয়টার পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার  আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

[৪] মেয়র বলেন, চট্টগ্রামবাসী আবারও প্রমাণ করেছে তারা কতোটা বই কিনে ও বইমেলার প্রতি আগ্রহী। উৎসুক জনতার ভিড়ে আজ প্রকম্পিত হয়ে উঠছে শিরীষতলা। নতুন প্রজন্ম যখন আসবে বই না পড়লেও অন্ততপক্ষে একটা কিছু কিনে নেবে, কিনতে কিনতে পড়া আরম্ভ করবে এবং মাদকের নেশা থেকে দূরে থাকবে।              

[৫] মেলা ঘুরে দেখা গেছে, প্রথমদিনে দর্শনার্থীদের ভিড় থাকলেও বই বিক্রয় অবশ্য সেভাবে হয়নি। তবে অল্প কিছু দর্শক-পাঠক স্টলে স্টলে ঘুরে খুঁজে ফিরেছেন প্রিয় লেখকের বই। প্রথম দিনে অনেক প্রকাশনা প্রতিষ্ঠানই সাজিয়েছে, তবে কিছু প্রকাশনী সংস্থা কাল বা পরশুর মধ্যে সাজসজ্জার কাজ শেষ করতে পারবেন বলে জানান। 

[৬] অ্যাডর্ণ পাবলিকেশন্সের বিক্রয়কর্মী মাহমুদুল হাসান শাওন জানান, মেলায় প্রথমদিন থেকে লোক সমাগম তো দেখা যাচ্ছে তবে বিক্রয় কতদূর হবে তা বুঝতে পারছি না। 

[৭] মেলায় প্রতিবারের মতো এবারও অংশ নেওয়া তাম্রলিপি প্রকাশনীর বিক্রয়কর্মী শাওন আব্দুল্লাহ জানান, আমাদের প্রতিষ্ঠান থেকে ৫০-৬০টি বই মেলায় আসবে। ভালো বিক্রির আশা করছি। 

[৮] শৈলী প্রকাশন থেকে এবার ৫০টির বেশি বই প্রকাশিত হচ্ছে বলে জানান এ প্রকাশনীর স্টলের দায়িত্বে থাকা লেখক রুনা তাসমিনা।  লেখক-প্রকাশক শামসুদ্দিন শিশির বলেন, স্টল এখনো গুছিয়ে উঠতে পারেনি। তবু কয়েকদিনের মধ্যে লেখক-পাঠকদের উপস্থিতিতে মেলা জমে উঠবে বলে আশা করছি।

[৯] ২৩ দিনব্যাপী এ বইমেলা শেষ হবে ২ মার্চ। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিন মেলা শুরু হবে সকাল ১০টা থেকে। ২০১৯ সাল থেকে চট্টগ্রামে সম্মিলিত উদ্যোগে ‘অমর একুশে বইমেলা’ হয়ে আসছে। মূল আয়োজক চট্টগ্রাম সিটি কর্পোরেশন হলেও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রাম নাগরিক সমাজ, বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় সম্মিলিতভাবে এ বইমেলা  হচ্ছে।

[১০] এবারের বইমেলার বাজেট ৫০ লাখ টাকা। ৪৩ হাজার বর্গফুটের এবারের বইমেলায় সব মিলিয়ে ১৬০ টি স্টল থাকছে। এর মধ্যে প্রকাশনার স্টল থাকছে ১৩৭টি। গত বছর সারাদেশ থেকে ১০৮টি প্রকাশনীকে ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল।

প্রতিনিধি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়