শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঙালির চিরায়ত লোকসংস্কৃতি বিকাশে আমরা কাজ করবো: মেয়র আনোয়ারুজ্জামান

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: [২] সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আামাদের সংস্কৃতির ভান্ডার সমৃদ্ধ, সিলেটের সাংস্কৃতিক অগ্রযাত্রার বিকাশে আমরা ঐক্যবদ্ধ, বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে পিঠাপুলির উৎসব অন্যতম গুরুত্বপূর্ণ।

[৩] তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশকে একটি আধুনিক, উন্নত ও স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় নিয়ে যেতে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে,  দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা সর্বক্ষেত্রে এগিয়ে যেতে চাই, তাই বাঙালির চিরায়ত লোকসংস্কৃতি বিকাশে আমরা কাজ করবো সকলে সম্মিলিতভাবে।

[৪] সোমবার (৫ ফেব্রুয়ারী) সন্ধায় কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্ছে জেলা শিল্পকলা একাডেমি সিলেট এর তিনদিন ব্যাপী জাতীয় পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

[৫] জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তেরর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগেরর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সভাপতি, আল-আজাদ, সিনিয়র সাংবাদিক ও সভাপতি, মুক্তিযুদ্ধ অনুশীলন, সুমনকুমার দাশ, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব ও লোকসংস্কৃতি গবেষক, রজত কান্তি গুপ্ত, সভাপতি, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।

[৬] মেয়র অংশগ্রহণ কারীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকার কারীদের এবং অন্যান্য অংশগ্রহণকারীদের সনদপত্র তুলে দেন।

[৭] জতীয় পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠানে, দলীয় পরিবেশনা করেন,জেলা শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ; আরকুম শাহ শিল্পীগোষ্ঠী; রাধারমণ স্মৃতি তর্পণ; অনির্বাণ শিল্পী সংগঠন; সারেগামাপা; গীতাঞ্জলি; খাসি স্টুডেন্টস ইউনিয়ন; তারুণ্য; সিলেট নৃত্যালয় ও নৃত্যরথ; সিলেট। 

[৮] একক পরিবেশনায় অংশ নেন, হিমাংশু বিশ্বাস, বিরহী কালা মিয়া, বিধু ভূষণ ভট্টাচার্য্য, খোকন ফকির, বাবুল সরকার, ইকবাল সাঁই, সোমা নাগ, বিমলেন্দু দাশ, পল্লবী দাস মৌ, মো: ফয়সাল, আশরাফুল ইসলাম অনি, মৃন্ময়ী রায় মীম, প্রমি দে, অর্পিতা দে।

[৯] উপস্থাপনায় ছিলেন, জান্নাতুল নাজনীন আশা। রাত দশটায় অনুষ্ঠানের সমাপন হয়। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়