শিরোনাম
◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২৩ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের পদচারণায় মুখর বইমেলা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] শনিবার ছিলো বইমেলার তৃতীয় দিন। সাপ্তাহিক সরকারি ছুটির দিন শুক্রবার সকাল থেকেই মেলা প্রাণ পেলেও শনিবার সকালে ক্রেতা-দর্শকের উপস্থিতি ছিল না তেমন। সকাল ১১টায় থেকে শিশুপ্রহরও জমেনি আগেরদিনের মতো। তবে, বিকেল সাড়ে ৩টার পর থেকে উপস্থিতি অনেকটাই বাড়তে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগমও বেড়েছে অনেক। বিশেষ করে শিশু চত্তর ছিলো শিশুদের পদচারণায় মুখর। 

[৩] সরেজমিন ঘুরে দেখা গেছে, শনিবার বিকেলের পর কচিকাঁচাদের পদচারণায় মুখর হয় মেলার চারপাশ। ছুটির দিন হওয়ায় সন্তানকে সঙ্গে নিয়ে অভিভাবকরাও ছুটে আসেন মেলা প্রাঙ্গণে। চার দেয়ালের বন্দি জীবন থেকে বেরিয়ে শিশুরা মাতে আনন্দের সাগরে। এদিন পছন্দের নতুন বই কেনার পাশাপাশি শিশুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সিসিমপুর কর্ণার।

[৪] এদিকে, সারা সময়ই খাঁ খাঁ করছিলো লিটলম্যাগ চত্বর। মেলায় দেড় শতাধিক লিটলম্যাগের জায়গা বরাদ্দ দেওয়া হলেও এসেছে গুটি কয়েক। সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ১০টির মতো স্টলে দেখা গেছে লিটলম্যাগ। সেখানে ‘যুক্তস্বর’-এর স্টলে থাকা বিক্রয়কর্মী জানান, তারা প্রথম দিন থেকেই আছেন। আরও কয়েকটি লিটলম্যাগের স্টলে লোক আছে। তবে, কী কারণে এখনও সবাই আসছে না, তা বলা কঠিন।

[৫] দোলন পত্রিকার সম্পাদক কামাল মুস্তাফা বলেন, নানা দিক সামলে ছোটকাগজ পাঠকের হাতে পৌঁছায়। এই ছোটকাগজ সম্পাদকরাও বিভিন্ন পেশায় জড়িত। তার পাশাপাশি সৃজনশীল কাজ করে যাচ্ছেন তারা। অনেকে তাই সকালে পৌঁছাতে পারেন না।

[৬] মেলা প্রাঙ্গণে সকালে শুক্রবারের মতো লোক সমাগম না থাকলেও বিকেল থেকে আসতে শুরু করেন সব বয়সীরা। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে এসেছেন ফারহানা পুতুল। তিনি বলেন, ‘বইমেলা ঘুরছি। খুব ভালো লাগছে। পছন্দের বই খুঁজছি। পরীক্ষার পর সেগুলো পড়ব।’

[৭] মন্দিরের কাছাকাছি শিশুচত্বর ও টিএসসি গেট দিয়ে মেলায় ঢুকতেই যেসব স্টল-প্যাভিলয়ন, সেখানে ক্রেতার সমাগম বেশি দেখা গেছে। সেই তুলনায় নাট্যমঞ্চের পাশের স্টলগুলোয় উপস্থিতি কম। সেখানে স্টল অর্জন প্রকাশনের। তার প্রকাশক মো. আবু হোসেন বলেন, স্থান ভেদে লোক উপস্থিতি প্রতিবারই থাকে। এবার এদিকে লোক সমাগম কম। যদিও আজ ছুটির দিন। তাই লোক সন্ধ্যার দিকে বেশি হবে। অন্যদিকে, অধিকাংশ প্রকাশনীতেই নতুন সব বই তুলতে পারেনি। দু’একটি করে আসছে। প্রতিবারের অভিজ্ঞতায় এবারও বলা যায়, মূল পাঠক-ক্রেতাদের উপস্থিতি প্রথম ১০দিনের পর থেকে দেখা যাবে। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়