শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ১৫ জুন, ২০২২, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২২, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় শেষ হলো তিনদিন ব্যাপী প্রাকৃতজন নাট্যোৎসব

সমাপনী দিনের নাটক

সালেহ্ বিপ্লব: বগুড় জেলা পরিষদ মিলনায়তনে রবিবার সন্ধ্যায় বগুড়ার অনুসন্ধিৎসু নাটকের দল প্রাকৃতজনের আয়োজনে ৩ দিন ব্যাপী নাট্য উৎসবের সমাপনী হয় । সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বিশিষ্ট অভিনেতা আহসানুল হক মিনু, প্রাকৃতজনের উপদেশক এস.এম. মোজাহিদুল ইসলাম বিপ্লব, বিশিষ্ট অভিনেতা অনন্ত হিরা, নাট্যসংগঠক খোরশেদ আলম। 

সমাপনী সন্ধ্যায় প্রাকৃতজন প্রযোজনা ভৈকম মুহম্মদ বশীরের গল্প অবলম্বনে শ্যামল ভট্টাচার্য্য রচিত সেলিম রেজা সেন্টু’র প্রয়োগভাবনায় “প্রেমপত্র” নাটক মঞ্চস্থ হয়। নাটকে অভিনয় করেন বিশিষ্ট সংবাদ পাঠক ফারজানা করিম, সেলিম রেজা সেন্টু এবং লোমানুর রহমান জুয়েল। 

নাটক শেষে প্রাকৃতজনের পক্ষ থেকে মঞ্চ নাটকে অবদানের জন্য  সম্মাননা প্রদান করা হয় ফারজানা করিমকে।

উল্লেখ্য ১০ জুন জেলা পরিষদ মিলনায়তনে বগুড়ায় অনুসন্ধিৎসু নাটকের দল প্রাকৃতজনের আয়োজনে ৩ দিন ব্যাপী নাট্য উৎসবের শুরু হয় । অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি  বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক, বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাগেবুল আহসান রিপু, এবং প্রাঙ্গণেমোর এর সমন্বয়ক অনন্ত হিরা ও শব্দ নাট্যচর্চা এর আহবায়ক খোরশেদ আলম। প্রাকৃতজনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশের আলোর যাদুকর ঠান্ডু রায়হান কে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়