শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৩, ০২:৩২ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাকীত্ব: তন্ময় উদ্দৌলা

তন্ময় উদ্দৌলা

কারো হাত ধরে হেঁটে এসেছিলাম 
একাকীত্বের এই ধরণীতে, পরিচয় নিয়ে। 

কিন্তু আজন্মার চির চেনা পথে আমি হেঁটেছি বহুকাল।

হেঁটেছি তোমাদের ভিড়ে তুমি হয়ে অথবা তোমাদেরই ছাঁয়া হয়ে।
হিংসুটে রোদকে ছাতা বানিয়ে আমি হেঁটেছি,
হেঁটেছি মেঘ কন্যার অশ্রু বিসর্জনের দিনে। 

হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যখন নীঁড়ে ফেরা পাখির সাথে আমি ঘরে ফিরতে চেয়েছি, ঠিক তখনই একদল গাংচিল আমার পথ ভুলিয়ে দিয়ে গেছে। 
তারপরও আমি আবার হেঁটেছি। নতুন পথে, নতুন উদ্যমে ! 

যে পথে কেউ কোনদিন হাঁটেনি, হয়ত আর হাঁটবেও না।

অচেনা পথে হেঁটে হেঁটে আমি নিজেকে খুঁজেছি- 
কখনো শুকনো একটা পাতার মাঝে, দমকা বাতাসের মাঝে, আবার এক বিন্দু বালির মাঝে।
নিজেকে খুঁজে ক্লান্ত হয়ে যখন আমি আবার হাঁটা শুরু করেছি ! 
তখনই বুঝেছি, পথ ভুলে পথিকের দুঃস্বপ্নে নিজেকে আমি হারিয়ে ফেলেছি ! 
তারপরও আমি হেঁটেছি চেনা-অচেনা পথে, 

কখনও নিজের ছাঁয়ার প্রেমিক সেঁজে, কখনও বা ভীষণ একলা হয়ে। 

সব হারিয়ে যখন আমি ঘরে ফিরব বলে ভেবেছি, তখনি মনে পড়ছে, আমারতো কোন ঘরই ছিল না কোনদিন।
ঘর বলে আমি যে চার দেয়ালের কামরাটাকে চালিয়ে দেই তা আসলে কেবল শুন্যতার কারাগার মাত্র ! 

যে কারাগার থেকে পালিয়ে আমি একদিন হাঁটা শুরু করেছিলাম-হেঁটে এসে পুনরায় সেই কারাগারবাসীই হলাম।  

হাজারো মানুষের সাথে হেটে শত দারিদ্রতা আর ঐশর্য্য থাকা সত্ত্বেয় পরিশেষে, একাকীত্বকেই ফের সঙ্গি করে ছাড়তে হল আমায়, সুন্দর এ মায়ার ভূবন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়