শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৬ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ববি ঢালী'র গুচ্ছ কবিতা

লেখিকা- ববি ঢালী

[১] পদধ্বনি

তারপর কত নিশি, কত প্রহরের সমাপ্তি হলো-
অন্ত হলো বারোটি বছর, এক যুগ!
আজো সন্ধির মন্ত্র জপতে জপতে নিদ্রাহীন-
অপলক দৃষ্টিতে চেয়ে আছি অনিশ্চিত পথে।
ভালোবাসলে ক'ফোঁটা জল,
কতটা রক্ত ঝরাতে হয় সে তো জানা নেই।
এতটুকুই জানি, প্রণয়ী বিরহে-
এক নতুন সমুদ্রের সৃষ্টি করেছে প্রণয়িণী!
প্রিয়! ভালোবাসলে কি অশ্রু দিতে হয় উপহার?  

কতদিন আর কতকাল বলো বাঁধব না খোঁপায় ফুল?
মৃত্তিকায় মিশে যাবে আর কত কুসুম?  
স্বার্থপর তো নই আমি; না ছিলে তুমি।
এই কারাবন্দী জীবন এমনিভাবে-
আমৃত্যু আমি পার করতে প্রস্তুত;
শুধু একবার তোমার পদধ্বনি শুনবো বলে।

[২] পূর্ণতা

যদি নয়নে নয়ন না মেলাও-
তবে নয়নের মাঝে কেন এই ঠাঁই! 
হারাবেই যদি; তবে কেন এই ক্ষণিকের শুভদৃষ্টি?
 
বহু শতাব্দী ধরে সিঁথি হাসতে পারেনি-
সামর্থ্য নাই রাঙাতে, অলংকার কিনিবার!
তাইতো অপূর্ণতাকে পরিপূর্ণতা দিতে-
প্রতীক্ষারত এক নারী লক্ষণরেখা ভেদ করে;
চরণ দুখানা রাঙিয়ে দ্যাখে লক্ষীর ললাট-
রক্তে সিক্ত; ফেলেছে পদচিহ্ন চিরচেনা গৃহে। 

আজি নক্ষত্র পতন হওয়ার সময় এসেছে!
এই বুঝি বন্ধু শ্মশান আভাস দিল সর্বাঙ্গ সইবে।
তাই ফুরানো বেলায় কপালকে না হয় পূর্ণতা দিও।
হৃদয়ে সুখের বাসর গড়তে আঁখি জলে ভাসিও!
আমি আগরবাতির ধোঁয়ায় ভাসতে ভাসতে-
পথহারা পথিকের ন্যায় হারাবো নিরুদ্দেশে!

[৩] স্তব্ধ হলে তোমার কলম
               
তোমার কবিতার প্রেমে নিজেকে হারিয়েছি
দিকশূণ্য নক্ষত্রের মত, হে আগন্তুক। 
একবার নয়; অজস্রবার!
নির্জনে নিভৃতে তোমার কবিতা পড়ে-
মন্ত্রমুগ্ধের মত ভেসে গেছি কবিতার সাগরে।

কবিকে তেমন নয়, হে আগন্তুক-
শুধু তাঁর কবিতার প্রতিটি পঙক্তির প্রেমে বেঁধেছি নিজেকে-
শব্দ ও অক্ষরের সুশৃঙ্খল মাল্য-
পিলপিল পিপীলিকা সারির মত ভেসে ওঠে মানস নয়নে।
কুহকিনী বাঁশি শুনে বিমোহিত! যেন-
বারংবার ছুটে যাই নিগূঢ় প্রেমের টানে।
তোমার অপূর্ব সৃষ্টি কাব্য বৃন্দাবনে বিরহিনী রাধা।

যদি কোনদিন অকস্মাৎ এই সুর থেমে যায়!
হে আগন্তুক, মরমী কাব্যের জালে স্তদ্ধ হয় তোমার কলম।
জেনে রেখো, সেইদিন আমাকে ভাসতে হবে চোখের বন্যায়!
নিজেকে কাঙাল করে সর্বাঙ্গ সাজাতে হবে নোনাজলের সাজে।
তবুও অভিমানে ফিরবো না, ফেরাবো না মুখ।
তোমার মেধা ও শ্রমের ফসলের ঘ্রাণ-
আমার নাসিকা জুড়ে অমলিন আমোদ ছড়াবে;
হৃদয় জারিত হবে পুনরাবৃত্তি ঘেষে।


ববি ঢালী (কবি ও লেখিকা)
শিক্ষার্থী- অনার্স তৃতীয় বর্ষ, অর্থনীতি বিভাগ
সরকারি ব্রজলাল কলেজ, খুলনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়