শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৩, ০৪:৫১ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৩, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রৌদ্রছায়া-রূপান্তর সাহিত্য সম্মাননা পাচ্ছেন ১০ কবি-সাহিত্যিক

অপু রহমান, নারায়ণগঞ্জ: রৌদ্রছায়া রূপান্তর সাহিত্য সম্মাননা-২০২২ ঘোষণা করা হয়েছে। এবার কিছুটা ভিন্নতা এসেছে এই সম্মাননায়। নবীন লিখিয়েরা পেয়েছেন অগ্রাধিকার। সাজানো হয়েছে কয়েকটি ক্যাটাগরিতে। এর মধ্যে পাণ্ডুলিপি পুরস্কার পাচ্ছেন চার কবি-সাহিত্যিক। 

আয়োজকরা জানান, মোট দশ ১০ কবি ও সাহিত্যিক পাচ্ছেন সম্মাননা। আগামী ১৫ সেপ্টেম্বর তুলে দেওয়া হবে সম্মাননা স্মারক।

এবার প্রবন্ধে গাজী মিজানুর রহমান, ছড়াসাহিত্যে নজরুল ইসলাম শান্তু, কবিতায় মিজানুর রহমান মিজান, বাচিকশিল্পে আনিছুর রহমান। গুণিজন সম্মাননা পাচ্ছেন রনজিত মন্ডল ও মনিরুল হক মনির।

এ ছাড়া পাণ্ডুলিপি পুরস্কার পাচ্ছেন ফাহমিদা ইয়াসমিন, জি. এম. জুলফিকার আব্দুল্লাহ, ইউনুস আহমেদ ও কামরুল হাছান মাসুক। 

জানা গেছে, ১৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জের চাষাড়ার কলেজ রোড ডাকবাংলো মিলনায়তন হলে অনুষ্ঠানের মাধ্যমে ১০ গুণি কবি ও সাহিত্যিকের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। 

কথাশিল্পী আহমেদ রউফ বলেন, ‘সুন্দরের জন্য সাহিত্য’ এই স্লোগানকে সামনে রেখে শিল্পসাহিত্য এগিয়ে নেওয়ার প্রত্যয়ে রৌদ্রছায়া কাজ করে যাচ্ছে। এবার আসছে প্রবীণদের পাশাপাশি নবীনদের মনোনীত করা হয়েছে। এতে একটি যোগসূত্র তৈরি হবে। নবীনদের লেখা আরও সমৃদ্ধ হবে বলে আমাদের বিশ্বাস।’

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়