শিরোনাম

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২২, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২২, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সে নিলামে উঠছে লিওনার্দো দা ভিঞ্চি’র বেহালা, বিক্রি হতে পারে ১০ মিলিয়ন ইউরোতে

রাশিদুল ইসলাম : [২] ইতালীয় লুথিয়ের গুয়ারনেরি দেল গেসুর একটি বিরল বেহালা যেটি দি ভিঞ্চির বেহালা হিসেবে পরিচিত সেটিকে প্যারিসের কাছে নিউইলি-সুর-সেইনে নিলামে উঠছে। এটি প্রায় তিন শতাব্দীর পুরনো যন্ত্রটি। সিএনএন

[৩] ১৭৩৬ সালে শ্রদ্ধেয় ইতালীয় লুথিয়ার জিউসেপ্পে গুয়ার্নেরি বেহালাটি তৈরি করেন। এটির মালিকানা ভার্চুওসো রেজিস পাসকুয়ার এবং এর শব্দ বিশ্বজুড়ে কনসার্ট হলগুলিকে মুগ্ধ করেছে।

[৪] প্যারিসের কাছে আগুতেস নিলাম ঘরের সোফি পেরিন বলেছেন, অনেক বেহালা আছে, কিন্তু এটি একটি রেমব্রান্ট, একটি গোয়া বা এমনকি একটি লিওনার্দো দা ভিঞ্চির পেইন্টিং বিক্রি করার মতো। বিশ্বের সেরা প্রায় ১৫০টির মধ্যে এ বেহালাটি একটি, যার গুণমান এবং দীর্ঘায়ু।

[৫] তিন দিন প্রদর্শনের পর বেহালাটি ৩ জুন নিলামে উঠবে। এর ভিত্তি মূল্য অনুমান ৪ থেকে ৪.৫ মিলিয়ন ইউরো, তবে পেরিন বলেছেন যে এটি ১০ মিলিয়ন পর্যন্ত বিক্রি করতে পারে। অনেক পুরোনো হলেও বেহালাটি এখনও খুব জীবন্ত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়