শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৩, ০৮:১৩ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৩, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিনশতাধিক শিক্ষার্থীর রঙ তুলিতে ফুটে উঠলো বঙ্গবন্ধু ও স্বপ্নের সোনার বাংলা

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শনিবার (১৯ আগস্ট) দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন ড্রিলশেডে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা পুলিশ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিনশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

[৩] ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তিনটি গ্রুপে ভাগ করে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক-গ্রুপে প্লে থেকে ৩য় শ্রেনীর শিক্ষার্থীরা 'রং তুলিতে বঙ্গবন্ধু', খ-গ্রুপে ৪র্থ থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা 'শোকাবহ আগস্ট' এবং গ-গ্রুপে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা 'বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ' বিষয়ের উপর চিত্রাঙ্কন করে। সকাল থেকেই শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অভিভাবক পুলিশ লাইনে জড়ো হতে থাকেন। পরে শিক্ষার্থীরা তাদের বিষয় ভিত্তিক চিত্রাঙ্কন করেন। শিক্ষার্থীরা তাদের রঙ তুলিতে ফুটিয়ে তোলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্বপ্নের সোনার বাংলাদেশের ছবি।

[৪] পরে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

[৫] পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ, অতিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জয়নাল আবেদীন ও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

[৬] ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, তরুণ প্রজন্মের কাছে জাতির পিতার ত্যাগ ও তার আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে হবে। তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিযোগিতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি আঁকার মাধ্যমে তারা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারছে শিশুরা। এ উদ্দেশ্যেই পুলিশের বৃহৎ এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়