[১] ভবিষ্যতের কর্ণধার
আজকে যারা নতুন কুঁড়ি; ভবিষ্যতের কর্ণধার-
তোমার হাতেই উঠবে গড়ে বিশ্বজগৎ এ সংসার।
তোমরা তো নয় স্রোতমুখে ভেসে আসা ঝঞ্ঝা ঝুঁট-
তোমরা হলে অরুণ কিরণ দেশমাতারই রাজমুকুট।
তোমরা হবে জ্ঞান গরীয়ান কর্মগুণে সেরা জন-
তোমার সাহস শক্তি বলে উড়বে বিজয়ের কেতন।
তোমরা হবে যোগ্য মানুষ এই সমাজের পথিকৃৎ-
সবার মাঝে সর্বনামে থাকবে বহুল সমাদৃত।
বড় হওয়ার আশা পূষে রুখবে নিন্দা জ্বালাতন-
বীরের বেশে পথ এগোতে থাকবে অভয় অকুঞ্চন।
সফলতার ওই রথ ধরতে হয়না যেন কালক্ষেপণ-
লক্ষ্যপানে অটল থেকে করবে লড়াই প্রতিক্ষণ।
[২] বিজয়ের লক্ষ্যে
হেরে যেতে পৃথিবীতে জন্মায়নি
জন্মেছি বিজয়ের লক্ষ্যে-
সবকিছু সম্ভব আমারই পক্ষে
বেঁধেছি তা হৃদয়ের কক্ষে।
জীবন সংগ্রামে দুর্বার উদ্দামী
সফলতা দেখতে স্বচক্ষে।
মানব মুখোশ পরে ওঁৎ পেতে
রয়েছে কত দানব ভুজঙ্গ-
বিপ্লবী গতিপথে বাঁধার প্রাচীর
গড়ে স্বপ্নকে করতে ভঙ্গ।
সততার সাথে যার সখ্যতা সন্ধি
তার কাছে নির্গুণ এ রঙ্গ।
খোদার কসম; কোনো ভয়ে ভীত নই
আমি চির বিদ্রোহী দুর্জয়-
সত্যের সাধনায় ন্যায়নীতি ধৈর্য্যে
বিজয়ের দেখা পাব নিশ্চয়।
সেইদিন ধরনীতে বিক্রম শীর উচেঁ
আপন কৃতিত্ব করব উদয়।
[৩] হতে হবে
হে তরুণ তরুণী অরুণিমা আলো-
তোমাতে আশা বাঁধে আগামীর কাল'ও।
এজন্য তোমাকে জ্ঞানে গুণে ভারী-
নিজেকেই সাজাতে হবে রকমারি।
শক্তিতে ভক্তিতে জীবনেরই কূলে-
সংগ্রামী পতাকা নিতে হবে তুলে।
দুর্জয় হতে হবে উঁচু শিরে জেগে-
লড়ে যেতে হবে সদা দুর্দম বেগে।
তোমাকে হতে হবে পাথরের মতো-
ভয় বাঁধা পেরিয়ে সয়ে জ্বালা ক্ষত।
হতে হবে কাননের কুসুমের কলি-
অপরের সুখে দুঃখে হিংসাকে দলি।
আলোকিত হতে হবে বজ্রের রেশে-
আঁধারের কালো মুছে ঝঞ্ঝার বেশে।
তোমাকেই যেতে হবে দূর-বহুদূরে-
ধরনীর তাজ হয়ে ভরে দিতে নূরে।
[৪] জাগো একবার
ঘুম নয়, বাহুবলে জেগে ওঠো বীর-
ভয় নেই, ছুটে চলো উঁচু করো শীর।
মিথ্যার ছায়াতলে কেন অচেতন?
ভীরুতার বলি দিয়ে হও সচেতন।
সত্যেরই পথে শেখো হতে নির্ভীক-
সংগ্রামী মশালে জ্বালো চারিদিক।
অনিয়ম জুলুমাত যত অবিচার-
ঐক্যের এ মিছিলে হবে একাকার।
জেগে ওঠো ধ্বংসের রণবীর দল-
অরুণের শক্তিতে গড়ো মনোবল।
পাপীদের মসনদে করো পদাঘাত-
আঁধারের ঝুঁট মুছে আনো হে প্রভাত।
অধিকার আদায়ে ধরো দৃঢ়পণ-
বীরবেশে অবিচল লড়ো আমরণ।
জীবনের মায়া ভুলে জাগো একবার-
বিজয় হবেই হবে; পাবে স্বাধীকার।
[৫] বাসনা
বিদ্রোহী হতে চাই কাপুরুষ নয়-
সত্যের পথে মতে চির দুর্জয়।
নির্ভিকী হতে চাই অবিচল প্রাণ-
ধ্বংসের রথে চড়ে হতে অম্লান।
বীরবাহু হতে চাই তীর হারা নয়-
নয়নের নীর মুছে শীর ধাতুময়।
সংগ্রামী হতে চাই সন্ত্রাসী নয়-
নিজ বলে সম্মুখে যেতে নিশ্চয়।
অমায়িক হতে চাই নয় সাধারণ-
আগুনে সাফ করে নিতে যৌবন।
বাস্তবে হতে চাই কল্পনা নয়-
জীবনের পরিধির চাই শুধু জয়।
[৬] মন্দের গন্ধ
চারিদিকে ভরে গেছে মন্দের গন্ধে-
অন্ধের লুকোচুরি ছেয়ে আছে সন্ধ্যে।
আলোহীন কালিমাতে অসুরের নৃত্য-
সভ্যতা নমঃ দিয়ে অজ্ঞতে ভৃত্য।
যোগ্যতা পচে গলে রোগ্যতা সঙ্গী-
ব্যার্থতা ক্রন্দনে ভেসে মরে ভঙ্গী।
আশাগুলো হতাশায় নিত্যতা সিক্ত-
তিক্ততা শ্রমটা যে মিছে খাঁখাঁ রিক্ত।
বিদ্রোহী উঁচু হলে ঢিল ছোড়ে ভন্ড-
নর্তকী আজাযিল দেহ করে খন্ড।
তামাশার শোধ নিতে হতে হবে শক্ত-
ঘোর মুছে ভোর পেতে প্রয়োজন রক্ত।
আপনার মতামত লিখুন :