শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৩, ০৪:৫৪ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৩, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবি লেখকদের আড্ডায় মুখরিত বই মেলা প্রাঙ্গন

কাপ্তাইয়ে সাহিত্য মেলা শুরু

কাপ্তাইয়ে ২ দিনের সাহিত্য মেলা শুরু

ঝুলন দত্ত , কাপ্তাই ( রাঙামাটি): [২] সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায়, বাংলা একাডেমির সমন্বয়ে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় শুরু হলো দুইদিনব্যাপী সাহিত্য মেলা। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কর্ণফুলী সরকারি কলেজ প্রাঙ্গনে দুইদিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

[৩] যেখানে রাঙামাটি জেলার দুর দুরান্ত থেকে আগত সাহিত্যপ্রেমী, কবি- সাহিত্যিক, পাঠক, শিক্ষক- শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাহিত্য  মেলার শুভ উদ্বোধন করেন   রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। 

[৪] এ সময় তিনি বলেন, সকলে লেখক হতে পারে না, লেখক স্বত্বা ভেতর হতে আসতে হয়। কবিতা, গান, সাহিত্য চর্চা মানুষের মনকে বড় করে।

[৫] কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক,  রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক রুনেল চাকমা। স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী ও বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী ।  এরপর প্রধান অতিথি সাহিত্য মেলার স্টল পরিদর্শন করেন এবং কবি, লেখক ও পাঠকদের সাথে কথা বলেন। 

[৬] এদিকে উদ্বোধনী পর্ব শেষে কবি, সাহিত্য ও ছড়াকারদের প্রানবন্ত উপস্থিতিতে প্রবন্ধ পাঠ, সাহিত্য আড্ডা, ছড়া ও কবিতা পাঠ এবং লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়। কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার মাহাবুব আহমেদ শাহজালাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পর্বের উদ্বোধন করেন। 

[৭] কর্ণফুলি সরকারি কলেজ এর উপাধ্যক্ষ সিরাজ উদ্দীন এর সভাপতিত্বে এসময় প্রবন্ধ পাঠ করেন রাঙামাটি ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক ( ভারপ্রাপ্ত) রুনেল চাকমা এবং কবি মুহম্মদ মুহসিন। সেই প্রবন্ধের উপর আলোচনা করেন কর্ণফুলি সরকারি কলেজ এর বাংলা বিভাগের প্রভাষক পলাশ মুৎসুদ্দি এবং বিএন স্কুল এন্ড কলেজ এর বাংলা বিভাগের প্রভাষক শেহেলিনা হাবিব সুধা। এছাড়া সাহিত্য সম্মেলনের লেখক কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন রাঙামাটি সাহিত্য পরিষদ এর সভাপতি কবি হাসান মনজু ও অবসরপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক কবি,গীতিকার ও সংগঠক মো: মনির আহম্মদ।

[৮] এদিকে সাহিত্য মেলায় ৭টি নান্দনিক বইয়ের স্টল দেওয়া হয়েছে। যেখানে রূপসী কাপ্তাই, নন্দন বইঘর, উত্তমাচা, পার্বত্য কাব্য ছন্দনীড়, দীপা বইঘর, আজাদ লাইব্রেরী এবং পাঠক লাইব্রেরী নামের ৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়