ইস্রাফিল ফকির: [২] রাজধানীর শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) মিলনায়তনে দেশের বিভিন্ন জায়গা থেকে আগত কবি সাহিত্যিকদের উপস্থিতিতে ‘জাতীয় সাহিত্য উৎসব-২০১৩’ অনুষ্ঠিত হয়েছে।
[৩] রোববার কাব্যকথা সাহিত্য পরিষদের (কাসাপ) আয়োজনে কেন্দ্রীয় সভাপতি গীতিকবি মীর আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন খ্যাতনামা চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমদ। এসময় দেশের খ্যাতিমান ৯জন কবি সাহিত্যিকের হাতে জাতীয় সাহিত্য পুরস্কার তুলে দেয়া হয়।
[৪] পুরস্কার প্রাপ্তরা হলেন এস.এম শামীম আখতার (লোক-সংস্কৃতি গবেষক), কবি জামান আখতার, ড. আফরোজা পারভীন (গীতিসাহিত্য), সুবল বিশ্বাস (কাব্যসাহিত্য), জেবুননেছা (রিদিমা উপন্যাস), মো. মেহবুব হক (কাব্যসাহিত্য), ড. আজিজুল আম্বিয়া (প্রবন্ধ সাহিত্য), মো. মতিয়ার রহমান (ছড়াসাহিত্য), এস.এম জুলফিকার আলী (উপন্যাস)। ছড়াশিল্পী রফিকুল হক দাদুভাই, সিরাজুল ফরিদ, আলম তালুকদার, বাতেন বাহার, কবি কাজী রোজী, মালেক জোমাদ্দারসহ সংগঠনের প্রয়াতদের স্মরণ করা হয় অনুষ্ঠানে।
[৫] সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি জালাল খান ইউসুফীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি নাহিদ রোকসানা ও কবি নাহিদ আফরোজ লিজা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কবি আরিফ মঈনুদ্দীন।
[৬] শুভেচ্ছা বক্তব্য রাখেন কাসাপের উপদেষ্টা কবি ও গবেষক সৈয়দ রোকন উদ্দিন, ছড়াশিল্পী নূরুদ্দীন শেখ, সহ-সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ বাদশা গাজী, সহ-সাধারণ সম্পাদক লেখক আতিক খন্দকার, সহ-সভাপতি কবি গাজী মাজহারুল ইসলাম, সহ-সভাপতি লেখক মনির হোসেন শাহীন এবং সাংগঠনিক সম্পাদক শিবির আহমদ লিটন। সম্পাদনা: তারিক আল বান্না
আপনার মতামত লিখুন :