হাসান আল বান্না
পলাশে তখন পলাশ ফুটেনি
ফুটেছিল রক্ত জবার ফুল
যে ফুল থেকে বেরিয়ে এসেছে শহীদী গ্রাণ
সবুজ প্রান্তর লাল হয়েছিল শাহাদাতের প্রাণ
মীর জাফর আর ঘষেটি বেগম
ফুটতে দেইনি পলাশী নবাব ফুল
লর্ড ক্লাইভ আর উঁমি চাঁদ মিলে
নবাবকে দিয়েছিল সলীলে বিসর্জন
সেই থেকে আজও এই বাংলা বিহার উড়িষ্যায়
ফোটেনি কোন স্বাধীনতার ফুল
আধিপত্যবাদ কেড়ে নিয়েছে বাংলার সুখ
সাম্রাজ্যবাদ গড়ে তুলেছে নয়া ঔপনিবেশবাদে
চেয়ে দেখো - তাকিয়ে দেখো ঐ
মীর জাফর আর ঘষেটি বেগমের প্রেতাত্মা
আমার বাংলাকে পড়িয়েছে গোলামির জিঞ্জীর
তাই আকাশে উড়ে গেছে আমার স্বাধীনতার পিঞ্জির
আপনার মতামত লিখুন :