শিরোনাম
◈ ঢাবি ছাত্রদলের তিন দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার ঘোষণা ◈ শহীদ নূর হোসেন দিবস আজ ◈ ধেয়ে আসছে প্রায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে ◈ গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাকে আগুন ◈ '৫ তারিখে এপিবিএন এয়ারপোর্ট অরক্ষিত করে চলে গেলে, সুরক্ষার দ্বায়িত্ব নেয় এয়ারফোর্স'(ভিডিও) ◈ ট্রাম্পের ফেস্টুন হাতে গ্রেপ্তার, পুলিশ বলছে 'যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিনষ্টের অপচেষ্টা' ◈ ড. ইউনূস, নাহিদ, আসিফ নজরুল, হাসনাত ও সারজিসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ ◈ মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষা করছেন কয়েক হাজার অভিবাসী ◈ অন্তর্বর্তী সরকার গঠনে ত্রুটি থাকলে প্রশ্ন তোলা যাবে না ◈ আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই : ভিপি নূর (ভিডিও)

প্রকাশিত : ২২ জুন, ২০২৩, ১০:২১ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২৩, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিলামে উঠছে রুবেনসের ‘হারিয়ে যাওয়া’ চিত্রকর্ম

শিল্পী পিটার পল রুবেনস

সাজ্জাদুল ইসলাম: কয়েক শ বছর ধরে ভুলভাবে চিহ্নিত হয়ে আসছিল ৬০০ বছর আগে আঁকা চিত্রকর্মটি। এটির শিল্পী পিটার পল রুবেনস। আগামী মাসে লন্ডনে নিলামে তোলা হবে এটি। আয়োজক প্রতিষ্ঠান সোথবিস। চিত্রকর্মটি ৬০ লাখ পাউন্ডে (৭৭ লাখ ডলার) বিক্রি হবে বলে মনে করছে আয়োজকরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮১ কোটি টাকা। সূত্র: সিএনএন

খবরে বলা হয়েছে, চিত্রকর্মটি বিখ্যাত শিল্পী পিটার পল রুবেনসের তা নিশ্চিত হওয়ার পর প্রথমবারের মতো নিলামে বিক্রির জন্য তোলা হচ্ছে। চিত্রকর্মটি ২০০৮ সালে শেষ ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। তখন এটিকে ভুলভাবে ফরাসি শিল্পী লরেন্ট দে লা হাইরের চিত্রকর্ম বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু কিছুদিন পরই বিশেষজ্ঞরা এটিকে রুবেনসের হারিয়ে যাওয়া চিত্রকর্ম বলে শনাক্ত করেন।

‘সেন্ট সেবাস্তিয়ান টেনডেড বাই অ্যাঞ্জেলস বা স্বর্গীয় দূতদের শুশ্রূষাপ্রাপ্ত সেন্ট সেবাস্তিয়ান’ নামের চিত্রকর্মটি রোমের গ্যালেরিয়া কোরসিনিতে প্রদর্শন করা হয়। কিন্তু যখন চিত্রকর্মটি রুবেনসের বলে শনাক্ত হয়, তখন জার্মানিতে ২০২১ সালের প্রদর্শনীতে দুটি চিত্রকর্ম পাশাপাশি রাখা হয়। বিশেষজ্ঞরা বলেন, একসময় ভুলভাবে চিহ্নিত চিত্রকর্মটিই ছিল আসল। আর কোরসিনিতে ঝোলানো চিত্রকর্মটি ছিল সেটার প্রতিলিপি। চিত্রকর্মটির আসল সংস্করণটি এক্স-রে বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করা হয়। এতে রোমান সৈন্য সেবাস্তিয়ানের কাহিনি তুলে ধরা হয়েছে। 

বিশেষজ্ঞদের ধারণা, এই চিত্রকর্ম মূলত ইতালীয় সম্ভ্রান্ত ব্যক্তি ও সামরিক কমান্ডার অ্যামব্রোজিও স্পিনোলার উদ্যোগে আঁকা হয়েছিল। ষোড়শ শতকের শুরুর দিকে কাজটি সম্পন্ন হয়ে থাকতে পারে বলেও মনে করা হয়।

বিশ্বব্যাপী প্রাচীন শক্তিশালী চিত্রকর্ম নিয়ে কাজ করেন সোথবিসের কো-চেয়ারম্যান জর্জ গর্ডন। তিনি বলেন, এই চিত্রকর্ম তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। গর্ডন বলেন, তুলির প্রাণবন্ত কাজ রয়েছে এই চিত্রকর্মে। যে গতি ও প্রাণোচ্ছলতা নিয়ে এটি আঁকা হয়েছে, সেটার প্রশংসা করাটা সহজ। আর এটিই হয়তো সেই কাজটি যেটি রুবেনসের নিজের তুলির, যা শক্তভাবে বলতে আমাকে সুযোগ করে দিয়েছে। 

এআরটি নিউজের খবরে বলা হয়, ১৯৩০–এর দশক থেকে চিত্রকর্মটি সম্পর্কে কোনো তথ্য জানা যাচ্ছিল না। পরে ১৯৬৩ সালে মিসৌরিতে চিত্রকর্মটি আবার দেখা যায়। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এসআই/এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়