শিমুল ধ্রুব: ৮ মে বাংলাদেশ সময় সন্ধা ৬টা ২৫ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। তার পরিবারের বরাত দিয়ে বাতিঘরের প্রকাশক দীপঙ্কর দাস এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর।
কয়েকদিন আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত এই সাহিত্যিককে। সে সময় চিকিৎসক জানিয়েছিলেন তার ফুসফুস ও শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়েছে। এরমধ্যে শ্বাসনালী মারাত্মকভাবে সংক্রমণ হয়েছে। তাছাড়া তার রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও বেড়ে গিয়েছিল। তাই নিবির পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিলো সমরেশ মজুমদারকে।
জানা গেছে, গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) আক্রান্ত ছিলেন তিনি।
এসডি/এসবি২/একে
আপনার মতামত লিখুন :