মহান একুশ নিয়ে আর কোন কবিতা লিখবনা
রক্ত মাখা রাজপথে আর কোনদিন ফুল দিবনা
শহীদের শানে আর কোন গান মোরা গাহিবনা
সালাম বরকতের কবরে আর দিবনা কোন মালা
মহান একুশ হারিয়ে গিয়েছে নব্য শহীদের রক্তে
আধিপত্যবাদ কেড়ে নিয়েছে একুশের চেতনাকে
সাম্রাজ্যবাদের যাঁতাকল পিষে মেরেছে একুশের প্রেরণাকে
লেন্দুপ দর্জিদের বুলেট ভেঙে দিয়েছে একুশের সেই মিনারকে
আমি আর গাহিবনা কোন গান - লিখবনা কোন কবিতা
যদিনা ফিরিয়ে আনতে না পারি একুশের স্বাধীনতা
যদিনা ধুলোয় মিশিয়ে না দিতে জানি জালিম শাহীর উন্মাদনা
যদিনা নতুন করে জাগাতে না পারি সালাম রফিকদের পতাকা
আপনার মতামত লিখুন :