শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৮ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণস্বাস্থ্যের প্রকাশিত ২ বইয়ের মোড়ক উন্মোচন করলেন ডা. সেতারা বেগম ও ডা. জাফরুল্লাহ

সঞ্চয় বিশ্বাস: গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক প্রকাশিত রিফলেকশন অব দ্য লিবারেশন ওয়ার এবং পাবলিক হেলথ থ্রো দ্য লেন্স-২ নামক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে বই দুটির মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ হাসপাতাল এর কমান্ডিং অফিসার বীর মুক্তিযোদ্ধা ডা. সিতারা বেগম, বীর প্রতীক। 

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর
মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২০২১ সালে আয়োজিত গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষণা প্রকল্প জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা কর্তৃক পিএইচপিসি বিশেষ ছবি প্রতিযোগিতা এবং ২০১৯ সালে আয়োজিত দ্বিতীয় জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা এর বিজয়ী ছবিগুলো নিয়ে বই দুটি প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডা. সিতারা বেগম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর বড় ভাই মেজর এটিএম হায়দার বীর উত্তম এর অবদান ও মুক্তিযুদ্ধের সময় এর নানা ঘটনার স্মৃতিচারণ করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যারা এ দেশকে স্বাধীন করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন মেজর এটিএম হায়াদার বীর উত্তম। তিনি পরবর্তী প্রজন্মের কাছে এটিএম হায়াদার এর অবদান তুলে ধরার কথা বলেন এবং গণস্বাস্থ্য নগর হাসপাতালে মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনের সামনে তাঁর ভাস্কর্য স্থাপনের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সোসাইটি ফর হেলথ প্রমোশন লিংকস এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. হালিদা হানুম আক্তার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ এবং জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতার প্রধান বিচারক হাসান সাইফুদ্দিন চন্দন।

জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা প্রকল্পের আহবায়ক ডা. মো. জহিরুল আলম অডিও বার্তায় জানান, স্বাস্থ্য বিষয়ক বার্তা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার উদ্দেশ্য নিয়ে ২০১৮ সালে জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। এছাড়া অনুষ্ঠানে ভিডিও বার্তায় জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতার সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান, জনস্বাস্থ্য নিয়ে কাজ করা বেশ্বিক ব্যক্তিবর্গ। গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য শিরিন পারভীন হক, সহ গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা এতে উপস্থিত ছিলেন।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়