বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন আর নেই। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর এক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৫ ডিসেম্বর) মারা গেছেন উপমহাদেশের অন্যতম এই তবলাবাদক। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
এর আগে আগে ওস্তাদ জাকির হোসেনের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা যায়, দুই সপ্তাহ আগে হার্টের ও ফুসফুসের সমস্যা নিয়ে তাকে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা খুব একটা আশাবাদী ছিলেন না।
৭৩ বছর বয়সী এই শিল্পী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। যে কারণে তার আসন্ন কয়েকটি কনসার্টও বাতিল করা হয়েছিল।
উল্লেখ্য, জাকির হোসেনের জন্ম ভারতের মুম্বাইয়ে। জাকির হোসেনের বাবা ওস্তাদ আল্লারাখা খানও একজন প্রখ্যাত তবলাবাদক ছিলেন। জাকির হোসেন শৈশব থেকেই তবলা বাজানোয় দক্ষতা অর্জন করেন। ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে। ১৯ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পণ্ডিত রবিশঙ্করের সাহচর্যে ১৯৭০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের একটি সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।
আপনার মতামত লিখুন :