সরল রেখা হাসে খল খল,
সে বড় চন্ঢল,সদা উচাটন,
বৃত্তকে দেখিয়া আড় চোখে
চায়,,বারে বারে কয়,"" কেমনে
এমন কুব্জ নুব্জ দেহ তোমার কপালে,
হাটিতে গেলে তব মাথা যায় নীচে? দেখ,
মোর দেহ সুন্দর কত, সরল সোজা।""
বৃত্ত স্মিত হেসে কয়, চেয়ে দেখ, মোর
দেহে তব অস্তিত্ব ছড়ানো সর্বাঙ্গে।
জেনে রেখ,তূমি-আমি মিলে রচিয়াছি এ গৃহ,
দোহে মিলে সফলকাম, নহে একা কেহ ।।
আপনার মতামত লিখুন :