এই শহরে ছবি নেই, কবিতা নেই
আকাশ থেকে বৃষ্টি নেই
আছে শুধুই তৃষ্ণা - কাঠফাটা তপ্ত মরুভূমি
সবুজ মাঠ নেই - মায়া মাখা জলাশয় নেই
আছে শুধু জুলুমতন্ত্রের ঝঞ্ঝানী
তাই তো-
এই শহর আজ সাহার মরুভূমি
হে সারথী
ফিরে এসো সবুজের সাথে
ফিরে এসো ভালোবাসার পরসে
ফিরে এসো মায়ার জালে-আর মানবিকতার ডালে
তবে আবারও - আবার ভরে উঠবে
মেঘাচ্ছন্ন আকাশ আর বৃষ্টির বারিধারা
সবুজের কানন আর রহমতের পুষ্পধারা
আপনার মতামত লিখুন :