শিরোনাম

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৩, ০৫:২২ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২৩, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনব্যাপী তথ্যপ্রযুক্তি বেসিস জব ফেয়ারে ৩৫ কোম্পানিতে ১২০০ চাকরির আবেদন 

মাজহারুল মিচেল: [২] বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশনের (বেসিস) উদ্যোগে সোমবার (২৪ জুলাই) রাজধানীর ড্যাফোডিল প্লাজায় এ তথ্যপ্রযুক্তি জব ফেয়ার, ক্যারিয়ার কাউন্সেলিং এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

[৩] এ ব্যাপারে বেসিস মঙ্গলবার (২৫ জুলাই) একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে প্রায় ২৫ জনকে স্পট নিয়োগপত্র দেয়া হয়। বাকীদেরকে শর্ট লিস্টের মাধ্যমে চাকরীতে নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়।

[৫] ২০০ এর অধিক শূন্য পদে চাকরি দিতে প্রার্থীদের থেকে জীবন বৃত্তান্ত জমা নেন।

[৬] প্রধান অতিথির বক্তব্যে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের উপ নির্বাহী প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. মাহফুজুল আলম খান বলেন, তরুণ উদ্যমী কর্মক্ষম জনগোষ্ঠীর মাধ্যমেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত এবং সমৃদ্ধ দেশে পরিণত হবে।

[৭] বিশেষ অতিথির বক্তব্যে এসইআইপি প্রকল্পের সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক (উপ সচিব) মো. রুহুল আমিন বলেন, সারা বিশ্বে তথ্য প্রযুক্তির বিশাল বাজার রয়েছে এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ মানুষদের চাহিদাও আছে অনেক। 

[৮] বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। যার জন্য চারটি  পিলার রয়েছে। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনোমি এবং স্মার্ট গভার্নমেন্ট। আমাদের কাজের জায়গা আছে দুইটি পিলার গড়তে। একটা স্মার্ট সিটিজেন, আরেকটা স্মার্ট সোসাইটি। স্মার্ট সিটিজেন হলেই স্মার্ট সোসাইটি গড়া সম্ভব।

[৯] চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে রাসেল টি আহমেদ বলেন প্রত্যেককে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নের পিছনে ছুটতে হবে নিজের সর্বোচ্চটা দিয়ে তাহলে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

[১০] বেসিসের সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে দক্ষ জনসম্পদ তৈরি করা। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএমএইচ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়