ডেস্ক রিপোর্ট: সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছেন অর্থী ঘোষ। তবে তিনি ডেন্টালে ভর্তি হতে চান না।
শনিবার (৬ মে) রাতে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
অর্থী ঘোষ বলেন, আমি কখনো ভাবতেও পারিনি ভর্তি পরীক্ষায় প্রথম হব। তবে আমি ঢাকা মেডিকেল কলেজে ইতোমধ্যেই ভর্তি আছি। আমার পরিকল্পনা সেখানেই থাকব। ডেন্টালে ভর্তি হওয়ার বিষয়ে আপাতত ভাবছি না। কারণ, এমবিবিএস পড়লে যে কোনো ধরনের চিকিৎসক হতে পারব। আর যদি ডেন্টালে ভর্তি হই, আমি শুধু ডেন্টিস্ট হতে পারব। এক্ষেত্রে এমবিবিএস করলে আমার একটা স্বাধীনতা থাকবে। যেকোনো বিষয়ে ডিগ্রি নিয়ে বিশেষজ্ঞ হতে পারব।
তিনি বলেন, ডেন্টালে ভর্তি পরীক্ষা দিয়ে শুধু আমি নিজের অবস্থানটা একটু যাচাই করেছি। সবাই পরীক্ষা দেয়। তাই আমিও একটু দিলাম।
উল্লেখ্য, অর্থী ঘোষের গ্রামের বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানার ঘোড়ামারার দড়িখরবোনা এলাকায়। তার বাবার নাম সুশীল কুমার ঘোষ। আরটিভি
আপনার মতামত লিখুন :