শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২২, ০৬:০৪ বিকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২২, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুলা ঝুলিয়ে নন-ক্যাডার প্রার্থীদের প্রতিবাদ 

এম এম লিংকন: বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইনের বক্তব্যকে দায়সারা বলে মন্তব্য করে দড়িতে মুলা ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর পিএসসির সামনে এ কর্মসূচি করেন চাকরিপ্রার্থীরা। বিকেলে তারা একই স্থানে প্রাপ্যতার মুলা শিরোনামে নাটক মঞ্চস্থ করেন বলেও জানা গেছে।

এরআগে খুব দ্রুত সময়ের মধ্যে ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডারের প্রার্থীরা বড় ধরনের সুখবর পাবেন। তারা অহেতুক আন্দোলন করছেন বলে গণমাধ্যম সাক্ষাৎকার দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।পিএসসি চেয়ারম্যানের কথা অসঙ্গতিপূর্ণ মন্তব্য করে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বলেন, আমাদের আন্দোলনকে স্থিমিত করার জন্য তিনি কূটকৌশল চালাচ্ছেন। যৌক্তিক দাবিতে আন্দোলন করা প্রার্থীদের চাপে পড়ে তিনি এখন উল্টোপথে হাঁটছেন, সরকারের কাছে বিচার দিচ্ছেন। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে?

তারা আরও বলেন, পিএসসি চেয়ারম্যান নিজের চেয়ারের অমর্যাদা ঘটিয়েছেন। আমরা কর্মসূচির অংশ হিসেবে বিকেলে প্রাপ্যতার মুলা শিরোনামে একটি নাটক মঞ্চস্থ করবো।

ছয় দফা দাবিতে গত ৩০ অক্টোবর দুপুর ২টা থেকে অবস্থান কর্মসূচি করছেন নন-ক্যাডার তালিকার সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। বৃহস্পতিবার পঞ্চমদিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচির পঞ্চম দিনেও এখন পর্যন্ত সরকারি কর্ম কমিশনের দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। দাবি আদায় না হলে আমরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চাকরিপ্রত্যাশিরা।

এমএল/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়