শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র কঠোর হচ্ছে ‘বার্থ টুরিজম’ বন্ধে ◈ আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে ভারতের গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন, আইন মন্ত্রণালয়ের বিবৃতি ◈ যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড় হতে পারে ◈ কুয়েটের ভিসি-প্রো-ভিসিকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি ◈ ভারত কি পাকিস্তানে সিন্ধু নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে? ◈ আ.লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার: শহিদি সমাবেশে সারজিস আলম ◈ কৃষি বিপ্লবের হাতছানি, ৪২০০ টাকার ন্যানো সার মিলবে ২৩০ টাকায়! ◈ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকানে অধ্যাপক ইউনূস ◈ দেশীয় অস্ত্র নিয়ে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের মহড়া, এলাকায় আতঙ্ক ◈ আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ, প্রমাণ করতে ভিডিও নিয়ে হাজির পাকিস্তা‌নের ক্রিকেটার

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২২, ১১:০০ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২২, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যথায় কাবু আক্কেল দাঁত তুলা কি সত্যিই জরুরি?

আক্কেল দাঁত

হ্যাপী আক্তার: বর্তমানে দেখা যায় আক্কেল দাঁত উঠা মাত্রই অনেকে দাঁত তুলে ফেলতে চায়। অল্প বয়সীদের মধ্যে এই প্রবণতা বেশি। কারণ আক্কেল দাঁত আক্কেল দেয় কিনা জানা নেই, কিন্তু এই দাঁত যে ভীষণ রকমের যন্ত্রণাদায়ক সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। অনেকেই আক্কেল দাঁতের সমস্যায় জর্জরিত! কোনও কোনও ক্ষেত্রে তো দাঁত তুলেও ফেলতে হয়। ডেন্টিস্ট এর পরামর্শ আক্কেল দাঁত তুলে ফেলাই ভালো। কিন্তু আমাদের মনে একটা কিন্তু কিন্তু ভাব থেকেই যায়। আক্কেল দাঁত থেকে যদি ব্যথা-যন্ত্রনা না হয়, তাহলে তা তোলার কী প্রয়োজন সেই প্রশ্ন ঘুরতে থাকে আমাদের। আধুনিক চিকিত্‍সা শাস্ত্র কিন্তু বলছে সমস্যা না থাকলেও আক্কেল দাঁত তুলে ফেলাই মুখের স্বাস্থ্যের জন্য ভালো ভালো। এই সময়, হিন্দুস্তান টাইমস

আক্কেল দাঁত মুখের অন্য দাঁতের ক্ষতি: আক্কেল দাঁত থেকে সব সময়ে যে ব্যথা হয় তা নয়। কিন্তু আক্কেল দাঁত মুখের অন্য দাঁতগুলোর ক্ষতি করে। আক্কেল দাঁত ভেঙে মাড়ির মধ্যে আটকেও যায় অনেক সময়। আক্কেল দাঁত তাই যত অল্প বয়সে সম্ভব, তুলে ফেলার পরামর্শ দিচ্ছেন ডেন্টিস্টরা। যতো বয়স বাড়বে ততো মুখের ভেতরের হাড় শক্ত হয়ে যাবে। আক্কেল দাঁত তোলা ততই কঠিন ও কষ্টসাধ্য হয়ে উঠবে।

আক্কেল দাঁত থেকে সাইনাস: আক্কেল দাঁত থেকে এমনকি সাইনাসের সমস্যা হতে পারে। মুখের ভেতরের ওই এলাকা আক্কেল দাঁতের কারণে ঠিকমতো পরিষ্কার করতে না পারায় সেখানে ময়লা জমে ব্যাকটিরিয়া জন্ম নেবে। এখান থেকেই দাঁতে ক্ষয়ও ধরতে পারে। তাই সময় থাকতে থাকতে আক্কেল দাঁত তুলে ফেলুন। সেটাই হবে আক্কেলের পরিচয়।

আক্কেল দাঁত কী?

আক্কেল দাঁত হচ্ছে আমাদের দাঁতের পাটির একদম শেষ দাঁতটি, যেটা সব থেকে চওড়া, এবং সব থেকে শক্ত। এটা মূলত আমাদের কৈশোরের শেষ দিকে বা যৌবনের শুরুর দিকে গজায়। কারও কারও ক্ষেত্রে এটা অর্ধেক বেরিয়ে আর বেরোয় না, এবং মাড়িতে আটকে থেকে প্রচণ্ড ব্যথা দেয়। আর এর কারণে মাড়িতে ইনফেকশন হয়, দাঁতে পোকা লেগে যায় এবং একাধিক মুখের সমস্যা হয়। তাই আক্কেল দাঁত পুরো মা উঠলে, ব্যথা দিলে সেটা সবসময় তুলে ফেলা উচিত বলেই দাঁতের ডাক্তাররা মনে করেন।

কখন আক্কেল দাঁত তুলে ফেলা উচিত?

যদি আপনার আক্কেল দাঁত আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, কিংবা ভবিষ্যতে এর থেকে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তখন এটাকে তুলে ফেলা উচিত। তবে দাঁত তোলার আগে চিকিৎসকরা একাধিক বিষয় যাচাই করে নেন, এই যেমন এই দাঁতের কারণে কী অন্য দাঁতগুলোর সমস্যা হচ্ছে? মুখের ভিতর অন্যান্য সমস্যা তৈরি করছে? সার্জারি করলে কী বা কেমন জটিলতা তৈরি হতে পারে, ইত্যাদি। এগুলো বিবেচনা করার পরই তিনি সিদ্ধান্ত নেন যে সার্জারির প্রয়োজন আছে কিনা।

আক্কেল দাঁত তুলে ফেললে কি কোনও জটিলতা তৈরি হতে পারে?

দাঁত তোলার পরই অনেকের মুখ বা মাড়ি ফুলে যায়, ব্যথা হয়। তবে সেটা দীর্ঘস্থায়ী নয়। যদি ব্যথাটা থেকেই যায় বা ফিরে আসে তাহলে সেক্ষেত্রে অ্যান্টিসেপটিক মাউথওয়াশ দিয়ে মুখ ধুলেই সমস্যা দূর হবে।

আক্কেল দাঁত তুলে ফেলার পর ব্যথা হলে কী করবেন দেখে নিন।

১. ডাক্তারের দেওয়া ওষুধের সঙ্গে বরফের সেঁক দিন মাড়িতে

২. গরম পানীয়, ফলের রস খাবেন না দাঁত তোলার পর। এরয়ে চলবেন ধূমপানও। এতে জটিলতা বাড়ে।

৩. সহজেই চিবিয়ে খাওয়া যায় এমন খাবার খান, যেমন মাছ, আলু ইত্যাদি। হালকা গরম খাবার খান। খুব গরম খাবেন না একদমই।

৪. সার্জারির পর কদিন একদম বেশি শারীরিক কসরত করবেন না, এটা মাড়িতে ফের ব্যথা হতে পারে।

সর্বোপরি, সঠিক সময় সঠিক চিকিৎসা করান। ব্যথা হলে ফেলে রাখবেন না।

ইএস/এইচটি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়