শিরোনাম
◈ সীমান্তে বিকট শব্দে বিস্ফোরণ, টেকনাফে আতঙ্কে স্থানীয়রা ◈ মাদক সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী টয়ার প্রতিক্রিয়া ◈ আমৃত্যু পুনঃবিনিয়োগ সুবিধা মিলবে সঞ্চয়পত্রে  ◈ বাংলাদেশের জনগণের উদ্দেশে খোলা চিঠি ভারতীয় সুধীজনদের (ভিডিও) ◈ ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার বাংলাদেশ ◈ দুর্নীতির কথিত অভিযোগ নিয়ে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস ◈ আজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার: তারেক রহমান ◈ ফিলিস্তিনিরা হেলাফেলার যোগ্য নয়, প্রতিটি ফিলিস্তিনির জীবন গুরুত্বপূর্ণ : ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা  ◈ মুর্শিদাবাদ-মালদহ বাংলাদেশ হয়ে যাবে, পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা অধীর রঞ্জন ◈ আ. লীগের নির্বাচনে আসা নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন বদিউল আলম

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২২, ০২:২৩ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২২, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছারপোকা সহজেই দূর হবে যেসব উপায়ে

ছারপোকা

ডেস্ক রিপোর্ট:  মূলত বিছানা, বালিশ বা সোফা এইসকল জিনিসে ছারপোকার উপদ্রব অনেক বেশি হয়ে থাকে। ছারপোকার কামড়ে জ্বালাপোড়া, ব্যথা এবং অ্যালার্জির সমস্যা শুরু হয়ে যায় যা মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই বিছানাপত্র থেকে ছারপোকার উপদ্রব যতোটা সম্ভব দূর করে ফেলা উচিত।

বাংলাদেশে ছারপোকা চেনেন না বা নাম শুনেন নি এমন মানুষ বোধহয় কমই আছে। বিশেষ করে ছাত্রছাত্রীরা বা মেসে থাকে এমন কেউই বোধহয় নেই যে ছারপোকার জালায় অতিষ্ঠ হয়নি। ছোট এই প্রাণীটি যে কারো রাতের ঘুম হারাম করে দিতে পারে। আর বাড়িতে একবার ছারপোকা দেখা গেলে ছারপোকা দমন এর উপায় খুজতে মাথার ঘাম পায়ে এসে যায়। অনেকে হয়তো বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদিও ব্যবহার করেন।

কিন্তু তবুও অনেক সময় দেখা যায় ছারপোকা থেকে মুক্তি মেলেনি। তবে আপনি জানেন কি প্রাকৃতিকভাবেও আপনি ছারপোকা থেকে মুক্তির পেতে পারেন? হ্যা, এটাও সম্ভব। এক্ষেত্রে আপনাকে নিচের কোন একটি বা কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে।

যেসব উপায়ে তারাবেন ছারপোকা-

পুদিনা পাতা :

পুদিনা পাতার গন্ধ ছারপোকা সহ্য করতে পারে না। তাই যেখানে ছারপোকা বেশি সেখানে পুদিনা রেখে দিন। বিছানা, সোফার পাশে এবং বাড়ির প্রতিটি কোনায় পুদিনা পাতা রাখতে পারেন। আপনি চাইলে এর স্প্রে করতে পারেন।

নিম তেল :

সর্বপ্রথমে দুই টেবিল চামচ নিম তেল, এক কাপ জল এবং আধা চা চামচ ডিটারজেন্ট পাউডার নিন। তারপর পানিতে নিম তেল এবং ডিটারজেন্ট পাউডার ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে ছারপোকা যেখানে আছে সেখানে ছড়িয়ে দিন।

ল্যাভেন্ডার এসেনশিয়াল তেল :

যে ঘরে ছারপোকার উৎপাত হয়েছে, সেখানে ল্যাভেন্ডার এসেনশিয়াল তেল স্প্রে করুন। প্রাকৃতিক এই তেলের গন্ধ ছারপোকা সহ্য করতে পারে না, দ্রুত এলাকা ছেড়ে পালায়। যতদিন না ছারপোকা পুরোপুরি যাচ্ছে, ততদিন পর্যন্ত নিয়মিত এটি প্রয়োগ করুন। নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা পোকা মারতে সহায়তা করে।

এ ছাড়াও আরও কয়েকটি কাজ করলে ঘরছাড়া হবে ছারপোকা-

বিছানা বা সোফা দেওয়াল থেকে যতটা সম্ভব দূরে রাখুন। তাতে ছারপোকার উৎপাত কমে যাবে।

বাড়ির আসবাবপত্রের যত ফুটো আছে, সেগুলো আঠা দিয়ে বন্ধ করে দিন। বিশেষ করে খাটের ভিতরও ফুটো থাকতে পারে। যেখানে ছারপোকা গিয়ে লুকিয়ে থাকে। সেগুলো ভালো করে বন্ধ করে দিন।

ঘর পরিষ্কার করুন। মনে রাখবেন, ঘর যত অপরিষ্কার থাকবে, ততো ছারপোকার উৎপাত বাড়বে। ঘর পরিষ্কার থাকলে কমবে এই পোকার আক্রমণ।

এ ছাড়াও ন্যাপথলিন গুঁড়ো করে বিছানার চারপাশে দিয়ে রাখলে পালাবে ছারপোকা। তবে ঘরে ছোট শিশু থাকলে সতর্ক থাকুন।

এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়