শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২২, ১২:১৮ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২২, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের কলেজ-বিশ্ববিদ্যালয়ে বাংলা শেখানোর সুযোগ

টিচিং অ্যাসিস্ট্যান্ট

মাজহারুল ইসলাম : যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা শেখানোর জন্য টিচিং অ্যাসিস্ট্যান্ট খুঁজছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট (এফএলটিএ) প্রোগ্রামের অধীনে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে। বাংলাদেশের ইংরেজি শিক্ষক বা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ আগ্রহী তরুণদের কাছে আবেদন চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ মাসের এই প্রোগ্রামে অংশগ্রহণকারী বাংলাদেশিরা কোনো ডিগ্রি না পেলেও তাদের ইংরেজি ভাষার দক্ষতা বাড়বে এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে তাদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে পেশাদারত্ব বিকাশের সুযোগ তৈরি হবে।

এফএলটিএ ফেলোদের যুক্তরাষ্ট্রে মার্কিন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বাংলা ভাষার ক্লাস নিতে হবে। এর মাধ্যমে অন্যান্য সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার সুযোগ থাকবে। ফেলোদের সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা ক্লাস নিতে হবে।

আগ্রহীদের প্রার্থীদের ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে (আমেরিকান স্টাডিজ, সাংবাদিকতা এবং মিডিয়া, আমেরিকান বা ইংরেজি সাহিত্য, বাংলা ভাষা প্রশিক্ষক) বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ৭ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের কোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের স্নাতক ডিগ্রিধারী এবং ইংরেজি বলায় সাবলীল হতে হবে। টোফেলে সর্বনিম্ন ৮০ বা আইএলটিএসে ৬ দশমিক ৫ স্কোর থাকতে হবে।

যোগ্যতাসম্পন্ন আগ্রহীদের https://apply.iie.org/flta2023   এ অনলাইনে আবেদন করতে হবে। এ ছাড়াও https://bd.usembassy.gov/wp-content/uploads/sites/70/FLTA-2023-2024-Onli...   এ আবেদনের বিস্তারিত দেখা যাবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়