শিরোনাম
◈ একদিকে বন্ধ হয় শিল্প কারখানা, অন্যদিকে বাড়ে রপ্তানি ◈ শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচের কাঁচা বাজারে ভ.য়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট (ভিডিও) ◈ ৮ নির্দেশনা নির্বাচন ভবনে প্রবেশে ◈ রোহিঙ্গা সঙ্কট সমাধানে সফলতা অর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ মায়ানমার আরকান আর্মির হাতে জিম্মি থাকা ২৯ জন জেলেকে ফেরত আনলো বিজিবি ◈ ২২ ডিসির পাসপোর্ট বাতিল করা হয়েছে, যাদের করা হল ◈ থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী ২৪ বাংলাদেশি ◈ নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুরো সংবিধানকে বদলে ফেলা যুক্তিযুক্ত নয়: ড. কামাল হোসেন (ভিডিও) ◈ আবারও শ্রীনগরে একটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি হয়েছে!

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৭ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে রমজানের বিশেষ আয়োজন

মনজুর এ আজিজ : আসন্ন রমজানকে স্মরণীয় করে রাখতে, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার আয়োজন করছে ১২০+ আইটেমের বিশেষ ইফতার বুফে ডিনার এবং বুফে সেহরি। রমজানের প্রতিদিন অতিথিরা স্বাচ্ছন্দ্যে তাদের বন্ধু এবং পরিবারের সাথে অ্যাটিটিউড রেস্তোরাতে এই সুস্বাদু ও স্বাস্থ্যকর ইফতার, ডিনার ও সেহেরি  উদযাপন করতে পারবেন। বুফে ইফতার ও ডিনারে এবং সাপ্তাহিক সেহরিতে (বৃহস্পতিবার এবং শুক্রবার) থাকবে এরাবিক এবং এশিয়ান ঐতিহ্যবাহী ইফতার যা অতিথিরা বিস্তৃত বুফে আয়োজন থেকে পছন্দ মত খাবার  উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে আয়োজিত রমজানপূর্ব ইফতার ও ডিনার পার্টিতে এসব খবারের বর্ননা দেন হোটেলটির কর্মকর্তারা। 

পরিবার-বন্ধুদের সাথে ইফতারের আনুষ্ঠানিকতা ভাগ করে নেওয়ার জন্য, হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের বুফে রেস্তোরাঁ অ্যাটিটিউডে সবাইকে সদর আমন্ত্রণ জানানো হয়। এবারের বুফে ইফতার, ডিনার ও সেহেরিতে ১২০ আইটেমেরও বেশি খাবারের ব্যবস্থা থাকবে। 

এবার জনপ্রতি ৭,৭৭৭ টাকায় নির্বাচিত কার্ডে ইফতার ও ৪৫০০ টাকায় সেহেরির ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ডে একটি নিলে একটি ফ্রি অফার থাকছে। অর্থাৎ একটি বুফে ইফতারের টাকাতে ২ জন ইফতার করতে পারবেন।

হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের এবারের বুফে ইফতার ও ডিনারে অতিথিরা বেশ কিছু বিশেষত্ব পাবেন, নতুনত্ব পাবেন। খাবারের তালিকায় থাকবে ১২০+ আইটেম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ঐতিহ্যবাহী, মেডিটেরিয়ান, কন্টিনেন্টাল ও আরবীয় স্বাদের বিশেষ মেনু, যার মধ্যে রয়েছে আদানা। কারাং ল্যাম্ব উজি, মাটন কাছি, ল্যাম্ব শ্যাঙ্ক, চিলড প্রন, ফ্রাইড ফিলশা, মাটন সিক কাবাব, মাটন হালিম, চিকেন হালিম বিফ নেখারি, জিলাপি, বিফ কোরিদেহ কাবাব, তুর্কী মিষ্টান্ন এবং আরও নানা রকমের মুখরোচক খাবার। শুধু অই নয়, সারা দিন রেস্তা রেখে তৃষ্ণা মেটাতে পারবেন বিভিন্ন ধরনের ফলের ঠান্ডা জুস দিয়ে এবং চা প্রিয়দের জন্যে একটি বিশেষ চা কর্নারও তৈরি করা হয়েছে। এছাড়া খাসির ‘উজি, খাপসা-রাইস, আফগানি মুরগির টাংরি কাবাব।

থাকবে  বিভিন্ন আরব্য মিষ্টি জাতীয় ডেজার্ট, যেমন বাখলাবা, বাসবুসা, কুনাফা, কাতায়েফ, ওমালী, আল সারারিয়া, হরেক রকমের দেশীয় মিষ্টান্ন ও দই, কেক, পেস্ট্রি, সন্দেশ, বিভিন্ন ফলের আইটেমও থাকবে। থাকবে বিভিন্ন প্রকারের শরবত ও খেজুরের সমারোহ।

যারা বাসায় বসে হলিডে ইন এর যাস পরিবারবর্গ অথবা প্রিয়জনদের সাথে উপভোগ করতে চান, অদের জন্যে হোয়াইট লোরিস ক্যাফেতে থাকছে। রকমের আকর্ষণীয় ইফতার টেকওয়ে বন্ধু, যা আপনার রমজানকে আরও আকর্ষণীয় করে তুলবে।

বুফে ইফতার ও ডিনার এবং সাপ্তাহিক বুফে সেহরি ছাড়াও হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে টেকওয়ে ইফতার বক্স পাওয়া যাবে। থাকছে কর্পোরেট কর্মকর্তাদের উপহারের জন্য রমজান সুইট ট্রিট গিফটের ব্যবস্থা। 

একটি কিনলে একটি ফ্রি অর্থাৎ ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারএ ১১টি ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। এসব ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডহোল্ডাররা এই অফারটি পাবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়