শিরোনাম
◈ ‘যদি বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব’, বললেন রুমিন ফারহানা ◈ যৌনপল্লি চালানোর অভিযোগে ভারতের তেলেঙ্গানায় বাংলাদেশি গ্রেপ্তার ◈ প্রত্যেক বাংলাদেশিকে ঝাড়খণ্ড থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে : জেপি নাড্ডা ◈ আ. লীগের কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা ◈ ব্রাইটনে ধরাশায়ী ম্যানচেস্টার সিটিতে হতাশার সুর ◈ জয়ের নায়ক হয়েও নিজের ব্যাটিং নিয়ে খুশি নন অধিনায়ক শান্ত ◈ মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায় ◈ রাতে ইংলিশ লিগে মুখোমুখি আর্সেনাল ও চেলসি, মাঠে নামবে বার্সেলোনাও ◈ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো  শ্রীলঙ্কা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০৪ মে, ২০২২, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২২, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ স্পেশাল সামার পাস্তা সালাদ

সিনথিয়া চিছাম : অতিথি আপ্যায়নে অথবা নাশতা হিসেবেও রাখা যায় এই পাস্তা। আর ঈদের সময়ে তো কথাই নেই। এটি খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আবার অতিথিরা খেয়েও তৃপ্তি পাবে। 

উপকরণ : 
সামার পাস্তা সালাদ
ফুসিলি পাস্তা (স্পাইরাল) ৪০০ গ্রাম
সুইট কর্ন কার্নেল দেড় কাপ
রেড কিডনি বিনস দেড় কাপ
মেয়োনেজ ১ কাপ
পানি ঝরানো টক দই ১ কাপ
বোনলেস চিকেন কুচি করা দেড় কাপ
আদাবাটা সিকি চা চামচ
চিলি সস ২ চা চামচ
বারবিকিউ সস ১ টেবিল চামচ
তেল এক চা চামচ
শসাকুচি ১ কাপ
পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
কাঁচা মরিচকুচি ২ টেবিল চামচ
টমেটোকুচি আধা কাপ
লবণ ও চিনি পরিমাণমতো
গোলমরিচের গুঁড়া ১ চা চামচ

প্রণালি : 
প্যানে তেল গরম করে চিকেন দিয়ে নেড়ে আদাবাটা আর চিলি সস দিতে হবে। সামান্য লবণ দিয়ে নেড়ে শুকিয়ে এলে বারবিকিউ সস দিয়ে নেড়েচেড়ে ভেজে নামিয়ে ঠান্ডা করতে হবে।।

পাস্তা পর্যাপ্ত ফুটন্ত পানিতে লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। আল দান্তে পর্যায়ে এলে; অর্থাৎ দাঁতে কেটে যায়, কিন্তু ভেতরে একটু সাদা থাকে, এমন হলে নামাতে হবে। ঝরিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। ক্যানের কর্ন ও কিডনি বিনস ঝরিয়ে পানিতে ধুয়ে নিতে হবে।

একটি বড় বোলে পাস্তা, সুইট কর্ন, কিডনি বিনস, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা মরিচ নিয়ে এতে দই ও মেয়োনেজ দিতে হবে। প্রয়োজন অনুযায়ী লবণ, চিনি ও গোলমরিচের গুঁড়া দিতে হবে।

ভালোভাবে সবকিছু টস করতে অর্থাৎ মেশাতে হবে। এবারে চিকেন দিয়ে আলগা ভাবে মিশিয়ে নিতে হবে। ফ্রিজে রেখে অন্তত ২০ মিনিট পর পরিবেশন করতে হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়