শিরোনাম
◈ ব্রাজিলকে বিশ্বকাপে খেলতে হলে বাছাইপর্বে বাকি ৬ ম্যাচে দুটি জয় ও দুটিতে ড্র করতে হবে ◈ শেখ হাসিনা এখনও “বাংলাদেশের প্রধানমন্ত্রী”, এমন কথা বলেননি ট্রাম্প ◈ বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই, যেন জনগণই সব ক্ষমতার উৎস হয়: প্রধান উপদেষ্টা ◈ দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে মেসির আর্জেন্টিনা আসছে ভারতে ◈ সাকিব আল হাসানের নাম র‌্যাঙ্কিং থেকে সরিয়ে দিলো আইসিসি ◈ এবার গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুস-জালিয়াতির অভিযোগ ◈ আবারও ঢাকার বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজটের সৃষ্টি ◈ আজ বৃহস্পতিবার ঢাকা কলেজ ও সিটি কলেজ বন্ধ থাকবে ◈ তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে পঞ্চগড়ে ◈ জাতীয় দলে কবে খেলবেন, প্রশ্নের জবাবে যা বললেন সাকিব

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০১:৫২ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চা খাওয়ার পর পর পানি খেলে যা হয়

চা পান করেন না এমন মানুষ কমই আছে। অফিস কিংবা বাসা-বাড়ি, আড্ডা কিংবা অনুষ্ঠান; চা ছাড়া অনেকের চলেই না। গরম ধোঁয়া ওঠা চা এনে দেয় চাঙ্গা ভাব, দূর করে ক্লান্তি।

তবে কেউ কেউ চা পানের পরই পানি খেয়ে নেন।

গরম চায়ের পরপরই পানি খাওয়ার অভ্যাস ভালো না মন্দ, তা নিয়ে কৌতুহলও আছে।

চিকিৎসকরা বলছেন, গরম চায়ের পর ঠান্ডা পানিতে গলা ভেজানোর অভ্যাস অস্বাস্থ্যকর। এর ফলে, নানা ধরনের শারীরিক জটিলতা বাড়তে পারে।

গরম চায়ের পর পানি পান করলে যেসব অসুবিধা হতে পারে, চলুন সেগুলো জেনে নেওয়া যাক।

বদহজম : গরম যে কোনো খাবার বা পানীয় খাওয়ার পরে ঠান্ডা কিছু খাওয়া একেবারেই ঠিক নয়। এতে বদহজমের মতো নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

পেট ফাঁপা:  চায়ের পর পানি খেলে গ্যাসের সমস্যা ছাড়াও পেটের ফোলা ভাব, পেট ফাঁপা কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো নানা শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে।

দাঁতের সমস্যা : গরম এবং ঠান্ডা পরপর খেলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে দাঁত এবং মাড়িতে।

দীর্ঘ দিন এই অভ্যাস থাকলে দাঁতের এনামেল ক্ষয়ে যেতে পারে। এতে মাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
রক্তপাতের ঝুঁকি

চায়ের পর পানি খেলে শরীর অতিরিক্ত গরম হয়ে উঠতে পারে। বিশেষ করে গরমের সময় এই সমস্যা আরও বেশি হতে পারে। ফুটন্ত গরম চা খাওয়ার পর ঠান্ডা পানি খেলে শরীর অত্যধিক উত্তপ্ত হতে পারে।

এমনকি নাক থেকে রক্তপাতের ঝুঁকিও থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়