শিরোনাম
◈ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি ◈ আসছে বছর খেলাপি ঋণ ছাড়াতে পারে পাঁচ লাখ কোটি টাকা ◈ বঙ্গবাজারে অগ্নিসংযোগ, তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা ◈ (২৪ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ যে দোয়া ‘জান্নাতের গুপ্তধন’ ◈ সর্বকালের সেরা ধনী ইলন মাস্ক: ফোর্বসের দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আন্দালিভ রহমান পার্থ ◈ আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? ◈ সাংবাদিক নূরুল কবীরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ০১:২০ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফলের উপর লবণ ছিটিয়ে খেলে নানা ক্ষতি

লাইফস্টাইল ডেস্ক : শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে আমরা ফলমূল খাই। বিভিন্ন প্রাকৃতিক পুষ্টি উপাদানে ভরপুর এসব ফল দেহকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এ কারণে শরীর অসুস্থ থাকলেই আমাদের প্রথমেই ফলের কথা মাথায় আসে। শুধু রোগব্যাধি হলেই নয়, প্রতিদিন অন্তত একটি করে যেকোনো ফল খাওয়া জরুরি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

তবে ফল খাওয়ার ক্ষেত্রে আমাদের বেশ কিছু বদঅভ্যাস রয়েছে। তার মধ্যে সবথেকে ক্ষতিকর হলো- কাটা ফলে লবণ ছিটিয়ে খাওয়া। অনেকেই ফলের স্বাদ বাড়াতে লবণ ছিটিয়ে খেতে পছন্দ করেন।মনে রাখবেন, আপনার এই বদঅভ্যাসে জন্মাতে পারে নানা রোগব্যাধি।

এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, ফলের উপর লবণ ছিটিয়ে খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লবণসহ ফল খেলে শরীরে পুষ্টি হ্রাস পেতে পারে। পাশাপাশি স্বাস্থ্যকে বিভিন্নভাবে প্রভাবিতও করতে পারে। 

চলুন জেনে নেওয়া যাক, ফলের উপর লবণ ছিটিয়ে খেলে কী কী ক্ষতি হতে পারে-

পুষ্টির ঘাটতি

ফল প্রাকৃতিকভাবে অনেক প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও ফাইবার সমৃদ্ধ। এগুলো শুধু শরীরে শক্তি জোগায় না, বরং এর সঙ্গে আমাদের হজম শক্তিকেও উন্নত করে। লবণ দিয়ে ফল খেলে ফলের মধ্যে উপস্থিত ভিটামিন সি-এর পরিমাণ কমে যায়, ফলে সেই পুষ্টি উপাদানগুলো কম কার্যকর হয়। 

কিডনির উপর প্রভাব 

অতিরিক্ত লবণ খাওয়া শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে সমস্যা তৈরি করে। তাই বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত লবণ খাওয়া কিডনির উপর অতিরিক্ত চাপ ফেলে। এমনকি কিডনির কার্যকারিতাকেও প্রভাবিত করে। এতে কিডনির সমস্যা ও শরীর ফুলে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হয়। 

হজমের সমস্যা 

আমরা সকলেই জানি, ফলের মধ্যে প্রাকৃতিক চিনি থাকে। যা খুব সহজেই হজম হয়। কিন্তু লবণ যোগ করলে তা হজমে প্রভাব পড়তে পারে। শুধু তাই নয়, গ্যাস, ফোলা বা অ্যাসিডিটির মতো সমস্যাও সৃষ্টি করতে পারে। মনে রাখবেন, ফলের সঙ্গে লবণ মিশিয়ে খেলে তাদের প্রাকৃতিক মিষ্টিও কমে যায়। যা থেকে তাদের স্বাদও নষ্ট হয়। 

হার্টের স্বাস্থ্যের উপর প্রভাব 

অতিরিক্ত লবণ খাওয়া হার্টের জন্য ক্ষতিকর, একথা সকলেই জানি।অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ায়, যা হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে তোলে। লবণের সঙ্গে ফল খাওয়া এই সমস্যার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। বিশেষ করে আপনি যদি হার্টের রোগী হন, তাহলে এই কাজ একেবারেই করবেন না। 

রক্তচাপ বৃদ্ধি

চিকিৎসকরা বারবারই বলেন, অতিরিক্ত লবণ খেলে রক্তচাপ বাড়তে পারে।তাই লবণের সঙ্গে ফল খেলে প্রতিদিনের লবণের পরিমাণ বেড়ে যায়, যা উচ্চ রক্তচাপের মতো সমস্যার জন্ম দেয়। চিকিৎসকরা পরামর্শ দেন, যারা আগে থেকেই রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই অভ্যাস আরও ক্ষতিকর প্রমাণিত হতে পারে।

সুত্র : দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়